বাংলা হান্ট ডেস্কঃ আগামী ২৭তারিখ থেকে বাংলার বিধানসভার ভোট শুরু হচ্ছে। এবার মোট ৮দফাতে ভোট হবে। এর মধ্যে বিজেপি প্রথম দফা,দ্বিতীয় দফা,তৃতীয় দফা এবং চতুর্থ দফার প্রার্থী ঘোষনা করে দিয়েছে। আগামী ১তারিখ বিষ্ণুপুর লোকসভার ভোট। তাঁর আগে বিগত ৭ দিন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার কর্মসূচি রেখেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ।
তিনি জানিয়েছেন বিগত কয়েক বছর ধরে তৃণমূলের অত্যচারে মানুষ একটু খোলা হাওয়া চাইছে, তাই এবার বিজেপি সরকার বাংলায় তৈরি হবে। এছাড়া সৌমিত্র বাবু জানিয়েছেন বিষ্ণুপুর টেরাকোটার কাজের জন্য বিখ্যাত কিন্তু এই রাজ্য সরকার টেরাকোটা শিল্পীদের জন্য কোনরকম উন্নতি করেনি, তাই বাংলা বিজেপি সরকার হলে টেরাকোটা শিল্পীদের তৈরি জিনিস মানুষের কাছে পৌছে দেবে, নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারতের কথা বলেছেন তা অনেকটা এগিয়ে যাবে।
তিনি বলেন, এছাড়াও উন্নত মানের পাকা রাস্তা হবে, ব্রিজ হবে, নতুন রেলপথ হবে, নতুন শিল্প তৈরি করা হবে যাতে মানুষের প্রকৃত উন্নয়ন করা যায়। তিনি বলেন, বিগত বছর গুলোয় বাঁকুড়া সহ গোটা রাজ্যের মানুষ দেখেছে বালি চুরি করেছে, কয়লা চুরি করেছে, গরু চুরি করেছে এছাড়া তোলাবাজি একমাত্র কাজ ছিলো এই সরকারের। এবার বাংলায় প্রকৃত উন্নয়ন হবে। সরকারি সঠিক পরিষেবা মানুষের কাছে পৌছে যাবে। যেখানে কোনও কাটমানি থাকবে না।
বিষ্ণুপির লোকসভা কেন্দ্রের মধ্যে বিধানসভা কেন্দ্র গুলো হল বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর (তফসিলি জাতি), ইন্দাস (তফসিলি জাতি), সোনামুখি (তফসিলি জাতি), খণ্ডঘোষ। ২০১৯শে লোকসভা নির্বাচনে প্রায় ৮০হাজার ভোটে জয় লাভ করে ছিলো বিজেপি। এবার প্রতিটা আসনে বিজেপি জয় লাভ করবে বলে দাবী করেছে সৌমিত্র খাঁ। তিনি বলেছেন মানুষের কাছে সারা বছর থাকলে ভোট কথা নিয়ে চিন্তা করতে হয় না।
এবার বিষ্ণুপরে সব কটা আসনে বিজেপি জিতবে বলে দাবী করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের দাবী সৌমিত্র খাঁ যে ভাবে সব সময় মানুষের পাশে থাকে, জনসংযোগ করে তাতে বিজেপি জয় লাভ করবে। এদিকে তৃনমূলের প্রার্থীদের তালিকা নিয়ে শাসক দলের মধ্যে অনেক গোষ্ঠী কোন্দল রয়েছে। এছাড়া ১০ বছরে কর্মসংস্থান ভোটের প্রধান চাহিদা হয়ে উঠছে। আর তোলাবাজির বিশাল সমস্যা রয়েছে। আর জোটের প্রার্থীদের তেমন কোন সর্মথক নেই যার ফলে তাঁরা ভোটের বৈতরণী পার করতে পারবে না এতো সহজে। শেষ হাসি কে হাসবে সেটা সময় বলবে, আগামী ২মার্চ সঠিক উত্তর পাওয়া যাবে।