জাতীয় সঙ্গীত বদলানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের জাতীয় সঙ্গীত (National anthem) ‘জনগণমন’। কিন্তু এই জাতীয় সঙ্গীত এবার বদলে ফেলার দাবি জানালেন বিজেপির সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (subramanian swamy)। জাতীয় সঙ্গীতে থাকা ‘সিন্ধু’ শব্দটি হল বিজেপি সাংসদের আপত্তির কারণ। ‘জনগণমন’-এর বদলে নেতাজী সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ‘কাওয়ামি তারানা’ই তাঁর পছন্দের।

শুধুমাত্র ইচ্ছাপ্রকাশ নয়, জাতীয় সঙ্গীত বদলে ফেলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুপাতার চিঠিও লিখে ফেললেন তিনি। সেইসঙ্গে নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে এই প্রসঙ্গে ট্যুইটও করে ফেললেন। আর ট্যুইট ঘিরেই সমালোচিত হলেন বিজেপি সাংসদ।

1010228e 4d48 4d9e b33a 9db01d34f056

বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী নেতাজী সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ‘কাওয়ামি তারানা’ এই গানটি জাতীয় সঙ্গীত হিসাবে ব্যবহারের দাবি জানিয়েছেন। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন, জাতীয় সঙ্গীত ‘জনগণমন’ গানটির মধ্যেকার ‘সিন্ধু’ শব্দটি অনাবশ্যক ধন্দ তৈরি করে। তাই এই গান বদলানোর পক্ষে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠিয়েছেন।

নির্বাচনী প্রচারের জন্য বিগত দুবছর ধরে প্রধানমন্ত্রীর বক্তৃতায় মাঝে মধ্যেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন প্রসঙ্গ শোনা গিয়েছে। তবে অন্যদিকে আবার বিভিন্ন সময়ে সঙ্ঘে অথবা বিজেপিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নানারকম আপত্তিকর আলোচনায় আলোচিত হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর