‘বাড়িতে অস্ত্র রাখুন’! ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানোর আগে ছেলেকে ‘ভালো হিন্দু’ বানানোর পরামর্শ সুকান্তর

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের আঁচ এপার বাংলাতেও এসে পড়েছে। এই নিয়ে একাধিকবার সরব হয়েছেন পশ্চিমবঙ্গের নানান রাজনীতিক। বিশেষত বঙ্গ বিজেপির (BJP) তরফ থেকে বহুবার সুর চড়ানো হয়েছে। এই আবহে এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) একটি মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হল।

ছেলেকে ‘ভালো হিন্দু’ করার পরামর্শ দিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)!

সম্প্রতি বালুরঘাটের বিজেপি সাংসদ তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি বলেন, ছেলেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা ইচ্ছে বানান। তবে তার আগে ভালো হিন্দু বানান। সুকান্ত বলেন, ‘ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান। তবে তার আগে ভালো হিন্দু বানান। যে নিজের ধর্মের প্রতি সমর্পিত হবে’।

এখানেই না থেমে বাড়িতে একটি করে ধারালো অস্ত্র রাখার ‘পরামর্শ’ও দেন সুকান্ত। পদ্ম নেতা বলেন, ‘বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা না করতে পারলে ডাক্তার ব্যারিস্টার যাই হোক ফুটে যাবে। উদ্বাস্তু হয়ে তাঁকে অন্য কোথাও যেতে হবে। নিজের ধর্ম রক্ষার অধিকার প্রত্যেকের রয়েছে। তাই ধর্ম রক্ষার জন্য সবাই একত্রিত হন। কাউকে আমরা আক্রমণ করতে যাব না’।

আরও পড়ুনঃ আবাস যোজনা নিয়ে বড় খবর! ‘দুর্নীতি’র জেরে গ্রেফতার ১! পুলিশের জালে কে?

বিজেপির রাজ্য সভাপতি দাবি করেন, হিন্দু সমাজ কাউকে আক্রমণ করতে যায় না। তবে যদি আক্রমণ করা হয়, তাহলে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে বলে মন্তব্য করেন তিনি। ইতিমধ্যেই পদ্ম সাংসদের এই মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

Sukanta Majumder

ভরতপুরের তৃণমূল (Trinamool Congress) বিধায়ক হুমায়ুন কবীর সুকান্তর এই মন্তব্যের পাল্টা বলেন, ‘এক মুহূর্তের জন্য সুকান্তবাবুর কেন্দ্রের শিক্ষামন্ত্রী হিসেবে থাকা উচিত নয়। ওনাকে বরখাস্তের দাবি জানাচ্ছি। শিক্ষিত মানুষ হয়ে বাড়িতে অস্ত্র রাখার নিদান?’

উল্লেখ্য, শুধু সুকান্ত (Sukanta Majumdar) নন, বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও। তাঁর মন্তব্য নিয়েও বিস্তর চর্চা হয়েছে। এবার আলোচনার কেন্দ্রে উঠে এল বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর