বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদ হিংসা (Murshidabad Violence) নিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) তদন্ত কমিটি গড়ে দিয়েছিল। সম্প্রতি তিন সদস্যের সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে বেশ কিছু বিস্ফোরক তথ্য। সেই রিপোর্ট বলছে, স্থানীয় কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বে হামলা হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে রাজ্য রাজনীতিতে তরজা শুরু হয়েছে। এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
মালদা-মুর্শিদাবাদে কিছু একটা ‘পরিকল্পনা’ চলছে বলে অনুমান সুকান্তর (Sukanta Majumdar)
বিজেপি নেতা এদিন বলেন, ‘মালদা-মুর্শিদাবাদ নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে। সেটা ভালো করে দেখা উচিত। রাজ্য প্রশাসন নির্বিকার। গতকাল হাইকোর্টে যে রিপোর্ট পেশ হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, এটা হিন্দুদের বিরুদ্ধে পরিষ্কার, পরিকল্পনামাফিক, উদ্দেশ প্রণোদিত, টার্গেটেড হিংসা। আমার মনে হয়, এটা দাঙ্গা বলা উচিত না’।
এখানেই না থেমে এদিন তৃণমূল নেতাদের নিয়েও মুখ খোলেন সুকান্ত। বিজেপি (BJP) সাংসদ দাবি করেন, রাজ্যের শাসকদলের মুসলিম নেতাদের মধ্যে ‘প্রতিযোগিতা’ চলছে। কীসের কম্পিটিশন? সেটাও জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ নয়া অর্থবর্ষের বরাদ্দ চাই! কেন্দ্রের কাছে ১৭০০ কোটি চাইতে তৈরি রাজ্য সরকার
সুকান্ত বলেন, ‘বাংলায় তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। আগামী দিনে জিন্নাহ বা সোহরাওয়ার্দি কে হবে? এই নিয়ে প্রতিযোগিতা চলছে’। এরপর সরাসরি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নিয়েও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি হুমায়ুন বলেন, বাঙালি মুসলিমদের মধ্যে ফিরহাদের গ্রহণযোগ্যতা নেই। সেই সঙ্গেই জানান, রাজ্যের মুসলিম অধ্যুষিত আসনগুলির মুসলিম ভোটাররা কী চাইছেন, তাঁদের মনের মধ্যে কী চলছে, সেটা বুঝতে তিনি একটি সমীক্ষা করাচ্ছেন। সেপ্টেম্বর মাসের শেষে বা অক্টোবরের প্রথমে সার্বিক রিপোর্ট পাবেন বলে জানান তৃণমূল (Trinamool Congress) বিধায়ক।
তৃণমূলের এই দুই নেতার নাম নিয়ে সুকান্ত (Sukanta Majumdar) বললেন, ‘ফিরহাদ হাকিম সাহেব তো বাঙালি মুসলিম নন। উনি গয়া থেকে আসা উর্দুভাষী মুসলিম। অন্যদিকে মুর্শিদাবাদের বিধায়ক বাংলাভাষী মুসলিম। বাংলাভাষী ও উর্দুভাষী মুসলিমদের মধ্যে সবসময়ই ক্ষমতা নিয়ে একটা বিরোধ ছিল’।