বাংলা হান্ট ডেস্কঃ আজ রামনবমী (Ram Navami)। রবিবার সকাল থেকেই রাজ্যের নানান প্রান্তে মিছিল বেরিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে মিছিলে হেঁটেছেন রাজ্যের একাধিক নেতা, সাংসদ, বিধায়ক। হাওড়ায় অঞ্জনিপুত্র সেনার মিছিলে যোগ দেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি তথা বালুরঘাটের পদ্ম সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখান থেকে রাজ্যের শাসকদলকে একহাত নেন তিনি।
রামনবমীর মিছিল থেকে বিস্ফোরক সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)!
কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, ধাতব অস্ত্র ছাড়া রামনবমীর মিছিল করতে হবে। সেই মতো এদিন অঞ্জনিপুত্র সেনা শোভাযাত্রার আয়োজন করে। সেই মিছিলে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘গতবার যারা পাথর মেরেছিল, এবার তাঁদের বুকের ওপর দিয়ে হেঁটে আমরা রামনবমী করেছি। যারা আমাদের বাধা দেবে, তাঁদের উচিত শিক্ষা এভাবেই দেওয়া হবে’।
এই বছর বিজেপির পাশাপাশি রামনবমীর মিছিলে হাঁটতে দেখা গিয়েছে একাধিক তৃণমূল (Trinamool Congress) নেতাকেও। নানুরে রামনবমী পুজোয় অংশ নেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। মিছিলে হাঁটেন অসিত মজুমদার, কুণাল ঘোষ, শওকত মোল্লারা। এই বিষয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি।
আরও পড়ুনঃ সিপিআইএমের কেন্দ্রীয় কমিটিতে বাংলার ‘এই’ ৫ নতুন মুখ! পলিটব্যুরো থেকে বাদ একাধিক হেভিওয়েট
সুকান্ত (Sukanta Majumdar) বলেন, ‘ভোটব্যাঙ্কের জন্য শাসক শিবিরকে রামনবমী পালন করতে হচ্ছে। এমনি সময় তো জয় শ্রীরাম স্লোগানে তাঁদের অসুবিধা হয়। কিন্তু আমরা শুরু থেকেই হিন্দু ও রামনবমী পালন করে আসছি’। বিজেপি সাংসদ এদিন জানান, শরীরে যতদিন শক্তি থাকবে, প্রত্যেকবছর রামনবমী পালন করবেন।
সুকান্ত মজুমদার এদিন দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ তাঁদের থামাতে চায়। ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ আমাদের থামাতে চায়। তবে দেশের আইন মেনে আমরা চলি। হাইকোর্টের নির্দেশ মেনেই মিছিল হচ্ছে। তবুও পুলিশ অনেক জায়গায় আটকানোর চেষ্টা করেছে’।
উল্লেখ্য, এদিন সকাল থেকেই রাজ্যের নানান প্রান্তে রামনবমীর পুজো হচ্ছে। মিছিল, শোভাযাত্রা বেরিয়েছে। কার্যত গেরুয়া রঙে ছেয়ে গিয়েছে বাংলা। এবার হাওড়ার রামনবমীর মিছিলে যোগ দিয়ে হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শরীরে যতদিন শক্তি থাকবে, প্রত্যেকবছর রামনবমী পালন করবেন বলে জানিয়েছেন তিনি।