একুশের নির্বাচনে ভোট কিনেছিল I-PAC! যা বললেন সুকান্ত মজুমদার

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে একে-অপরকে এক ‘ছটাক’ জমিও ছাড়তে নারাজ রাজ্যের শাসক-বিরোধী দলগুলি। ছাব্বিশের ভোটকে সামনে রেখে এখন থেকেই ঘুঁটি সাজাতে ব্যস্ত রাজ্যের শাসক দল। পাল্টা টক্কর দিতে প্রস্তুতি নিচ্ছে বিজেপিও। এরইমধ্যে নতুন করে মাথাচাড়া দিয়েছে আইপ্যাক (I-PAC) নিয়ে চর্চা। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়,যখন আইপ্যাকের উপর জোর দিয়েছেন তখনই এই আইপ্যাক প্রসঙ্গে সরব হলেন বিজেপি-র রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। একইসাথে এই আইপ্যাক প্রসঙ্গে এদিন এক বিরাট আশঙ্কা প্রকাশ করতে শোনা গেল তাঁকে।

I-PAC প্রসঙ্গে বিস্ফোরক সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)

বিজেপি নেতার আশঙ্কা এই আইপ্যাক কর্মীদের ভোট লুঠে ব্যবহার করা হতে পারে। একইসাথে এদিন বড় দাবি করে বিজেপি নেতা (Sukanta Majumdar) বললেন, এর আগে নাকি একুশের ভোটেও  ভোটার পিছু পাঁচশো টাকা দিয়ে ভোট কিনেছিল আইপ্যাক। সুকান্ত মজুমদারের কথায়,’গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম আছে। এই ধরনের এজেন্সি ঘরে বসে কাজ করুক ঠিক আছে। কিন্তু একুশের ভোটে আমরা দেখেছিলাম মাঠে নেমে কাজ করছে।’এরপরেই তাঁর বিস্ফোরক দাবি, ‘সেই সময় বাড়ি বাড়ি গিয়ে এরা বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে পাঁচশো করে টাকা দিয়েয়েছিল। আমি ধরেও ছিলাম আমাদের ওইখানে কয়েকজনকে।’

আইপ্যাক প্রসঙ্গে তিনি (Sukanta Majumdar) এদিন প্রশ্ন তুলেছেন, ‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে এই ধরনের এজেন্সির ব্যবহার কি স্বাস্থ্যকর? ঠান্ডা ঘরে বসে কাজ করলে আমাদের আপত্তি নেই। কিন্তু নিচে নেমে যদি জনগণের মতামত পরিবর্তনের চেষ্টা করা হয় তাহলে সেক্ষেত্রে ভারতে তর্ক-বিতর্ক হওয়া প্রয়োজন আছে বলেই মনে করি।’

আরও পড়ুন: ‘আমাকে পাকিস্তানে পাঠালে আমি ওকে আস্ত রাখব?’ কাকে বেললাগাম আক্রমণ হুমায়ুনের?

এখানেই শেষ নয়! একইসাথে সুকান্তবাবু এদিন বললেন, ‘বিরোধী দলনেতা আগেই বলেছেন ওয়েবেলে প্রচুর আইপ্যাকের কর্মচারীকে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে ভোট লুঠের ক্ষেত্রে তাঁদের ব্যবহার করা হতে পারে।’ অন্যদিকে তৃণমূল শিবিরে আইপ্যাক নিয়ে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। আইপ্যাকের উপরই ভরসা অভিষেক বান্দ্যোপাধ্যের।

BJP MP Sukanta Majumdar comment on Hindu

আইপ্যাকের নাম করে টাকা তোলার অভিযোগ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, ‘আইপ্যাকের নাম করে ব্লক সভাপতি করে দেব বলে টাকা চাইছে। একটি নম্বর দিলাম ফোন করে যাচাই করে নেবেন।’ আইপ্যাক প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, ‘সম্পূর্ণ ভুল এটা। আইপ্যাক নিজস্ব একটা এজেন্সি। ওরা নিজেরা নিজেদের মতো কর্মী নিয়োগ করেন। সবচেয়ে বড় কথা এই ধরনের কথা বিজেপি যত কম বলবে ততই মঙ্গল।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর