বাংলা হান্ট ডেস্কঃ ২৬০০০ চাকরি বাতিল কাণ্ডে (SSC Recruitment Scam) বর্তমানে সরগরম বাংলা। সুপ্রিম-রায়ে ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মীর পরিবারে এখন হাহাকার! বুধবার রাজ্যজুড়ে ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। যা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কসবায় পুলিশের লাথি, লাঠি খেতে হয় প্রতিবাদকারীদের। ইতিমধ্যেই এই নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এবার তাঁর মন্তব্যের পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
ফিরহাদের মন্তব্যের পাল্টা কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?
সুপ্রিম-রায়ে চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন ফিরহাদ। সেই সঙ্গেই চাকরিহারাদের যখন মুখ্যমন্ত্রী স্কুলে যেতে বলেছেন, তখন কেন তাঁরা ডিআই অফিস অভিযানের ডাক দিলেন? এই প্রশ্নও তুলেছেন তিনি।
কলকাতার মেয়র বলেন, শিক্ষকদের কাজ হল পড়ানো, তাঁরা পড়াবেন… শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বিকাশরঞ্জন ভট্টাচার্যদের কথায় যেন চাকরিহারারা গ্যাস না খান! ইতিমধ্যেই পুরমন্ত্রীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে চর্চা। এবার তাঁর এহেন মন্তব্যের পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি।
সুকান্ত বলেন, ‘মানুষের কষ্ট বোঝেন না ফিরহাদ হাকিম’। এখানেই না থেমে কলকাতার মেয়রকে ‘পরামর্শ’ও দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বালুরঘাটের বিজেপি (BJP) সাংসদ বলেন, ‘শিক্ষকদের পাশে থাকতে না পারলে অসম্মান করবেন না’।
এদিকে গতকাল কসবায় চাকরিহারাদের ডিআই অফিস অভিযান ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন একাধিক রাজনীতিক। ফিরহাদ হাকিমও ব্যতিক্রম নন। শুভেন্দু অধিকারী, বিকাশরঞ্জন ভট্টাচার্যদের কথায় চাকরিহারাদের ‘গ্যাস’ খেতে নিষেধ করেন তিনি। এবার পুরমন্ত্রীর সেই মন্তব্যেরই পাল্টা দিলেন সুকান্ত (Sukanta Majumdar)। শিক্ষকদের পাশে দাঁড়াতে না পারলে অসম্মানও যেন না করেন, একথা বলেন তিনি।