বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের আগে ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগে তোলপাড় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ বিরোধীদের। পাল্টা বিজেপির বিরুদ্ধে হিন্দুত্বের রাজনীতি করার অভিযোগ উঠছে। ইতিমধ্যেই মোথাবাড়িকাণ্ডেও রাজনীতির ছোঁয়া লেগেছে। এবার এই নিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ‘দাঙ্গা তো তৃণমূল করাচ্ছে’, দাবি করেন তিনি। সেই সঙ্গেই মোথাবাড়িকাণ্ডে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি নেতা।
মমতাকে নিশানা সুকান্তর (Sukanta Majumdar)!
একটি জনপ্রিয় সংবাদসংস্থার কাছে এই নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত। তিনি বলেন, ‘দাঙ্গা তো তৃণমূল করাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি প্রশ্ন করতে চাই, মোথাবাড়িতে হিংসার ঘটনার ভিডিও এখনও সমাজমাধ্যমে উপলব্ধ রয়েছে… যারা হিন্দু দেবদেবী, ভগবান রামকে নিয়ে অপশব্দ প্রয়োগ করেছে, হিন্দুদের বাড়ি পোড়ানো হয়েছে, থানায় আগুন লাগানোর চেষ্টা হয়েছে। এখনও প্রমাণ রয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলুক। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে’।
তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি সিপিএমকেও নিশানা করেছেন সুকান্ত। সিপিএমও তোষণের রাজনীতি করে বলে দাবি করেন বিজেপি (BJP) নেতা। তাঁর কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও সিপিএম একই সঙ্গে’।
আরও পড়ুনঃ স্ত্রীকে কুমারীত্ব পরীক্ষার জন্য জোর করতে পারেন স্বামী? হাইকোর্টের পর্যবেক্ষণে তোলপাড়
এদিকে সোমবার ঈদ উপলক্ষ্যে রেড রোডের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপিকে তোপ দেগেছিলেন মমতা। ‘একদল ভেদাভেদের রাজনীতি করে। তবে সম্প্রীতি বজায় রাখতে হবে। কারোর কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না’, বলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ‘লাল-গেরুয়া মিশে গিয়েছে’ বলেও দাবি করেন তিনি।
এবার তার পাল্টা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রাজ্যে হিংসা ছড়ানোর জন্য তৃণমূলকে দায়ী করেছেন তিনি। সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগও এনেছেন।