বাংলা হান্ট ডেস্কঃ শনিবার রাতেই লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আআজ দুপুর ১২:৩০ নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী) সেখানে পৌঁছন তিনি। এই সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এই আবহে তাঁকে ও রাজ্যের শাসকদলকে আক্রমণ শানালেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। হাওড়াকাণ্ডে মমতাকে নিশানা করেন তিনি।
ভিডিও শেয়ার করে বিস্ফোরক সুকান্ত (Sukanta Majumdar)!
এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি ভিডিও শেয়ার করেন বালুরঘাটের বিজেপি সাংসদ। সেখানে হাওড়ার বেলগাছিয়ার চিত্র তুলে ধরেন তিনি। সম্প্রতি সেখানে পাইপলাইন ফেটে বিপর্যয় ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন কোনও নজরদারি চলেনি। চারদিন হয়ে গেলেও বহু পরিবার বিদ্যুৎ ও জলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। এবার এই নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
While Failed Chief Minister @MamataOfficial enjoys her luxurious foreign trips, thousands of people in Howrah Belgachia are homeless due to land subsidence, just a short distance from her secretariat, #Nabbana. The whole area is collapsing, homes are destroyed, and now toxic… pic.twitter.com/I3GPMQaarA
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) March 23, 2025
বালুরঘাটের সাংসদ এদিন লেখেন, ‘ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিলাসবহুল বিদেশ সফরে ব্যস্ত, তখন তাঁর কার্যালয় নবান্নের অদূরে হাওড়া বেলগাছিয়ায় হাজার হাজার মানুষ ভূমি অবনমনের কারণে ঘরছাড়া। পুরো এলাকা ধসে পড়ছে, বাড়িঘর ধ্বংস হচ্ছে, এখন বিষাক্ত মিথেন গ্যাস ছড়াতে শুরু করেছে। পরিবারগুলি রাস্তায় নেমেছে, বেঁচে থাকার লড়াই করছে’।
আরও পড়ুনঃ এক বছর ধরে জেলবন্দি! এবার আরও চাপ বাড়ল শাহজাহানের? সামনে ‘বিস্ফোরক’ তথ্য
সুকান্ত (Sukanta Majumdar) দাবি করেছেন, এই প্রথম নয়! বাংলার মানুষ আগেও এমন বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জনবিরোধী সরকার’ এই ধরণের বিপর্যয় ঠেকাতে কোনও পদক্ষেপ নেয়নি। কেন? সেই উত্তরও দিয়েছেন বিজেপি নেতা। লিখেছেন, ‘কারণ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা সিন্ডিকেটের টাকায় নিজেদের পকেট ভরতে ব্যস্ত! মানুষের জীবন রক্ষার বদলে তাঁরা অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং জনগণের টাকা লুঠ করছে’।
বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন, ‘এখন হাজার হাজার মানুষ নিজেদের সর্বস্ব খুইয়ে ফেলার পর সরকার কাজ করার ভান করছে। মানুষের যখন তাঁকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা কোথায় ছিল? তথাকথিত তৃণমূল নেতারা কোথায় ছিলেন যখন প্রাথমিক পদক্ষেপ ঘর ও জীবন বাঁচাতে পারতো?’
সুকান্তর (Sukanta Majumdar) দাবি, বছরের পর বছর ধরে বাংলার মানুষের থেকে নিজের বিলাসিতাকে বেশি প্রাধান্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব ও অসহায় পরিবারগুলি ভুগছে, এদিকে বিলাসবহুল বিদেশ সফর উপভোগ করছেন মুখ্যমন্ত্রী! বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন, ‘বাংলা আর কতদিন এই নিষ্ক্রিয়তা আর দুর্নীতির কবলে ভুগবে? ত্রাণকর্তা হওয়ার আড়ালে আর কতদিন মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা শুধুমাত্র ব্যর্থতা নয়- এটা অপরাধমূলক অবহেলা! বাংলা উত্তর পাওয়ার যোগ্য!’