বাস থেকে গেরুয়া পতাকা খোলানোর প্রতিবাদ! রাস্তায় নেমে পতাকা বিলি করবেন সুকান্ত, সবাইকে আহ্বান

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইন (WAQF Act) নিয়ে প্রতিবাদ অব্যাহত। বৃহস্পতিবার খাস কলকাতায় নয়া ওয়াকফ আইনের বিরোধিতায় সমাবেশের ডাক দিয়েছিল একটি ধর্মীয় সংগঠন। মৌলালির কাছে রামলীলা ময়দানে সেই সমাবেশের ডাক দেওয়া হয়। সেখানে কর্মসূচি চলাকালীন দেখা যায়, একটি বাস থেকে গেরুয়া পতাকা খোলানো হচ্ছে। ইতিমধ্যেই সেই ভিডিও শেয়ার করে গর্জে উঠেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এবার প্রতিবাদের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। হনুমান জয়ন্তীর (শনিবার) দিন পথে নেমে গেরুয়া পতাকা বিলি করবেন বলে জানালেন বালুরঘাটের সাংসদ।

প্রতিবাদ জানিয়ে আর কী কী বললেন সুকান্ত (Sukanta Majumdar)?

গতকালই বাস থেকে গেরুয়া পতাকা খোলানোর ভিডিও শেয়ার করে ফুঁসে উঠেছিলেন শুভেন্দু। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) লেখেন, ‘স্বামী বিবেকানন্দের জন্মস্থান কলকাতায় চমকে দেওয়া ছবি! সাহস, ত্যাগ, বীরত্বের প্রতীক গেরুয়া পতাকা জোর করে একটি বাস থেকে খোলাচ্ছে উগ্রবাদীদের একটি দল। এই সম্প্রীতি ও সহনশীলতার পক্ষে দাঁড়িয়েছিলেন স্বামীজি? মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে পুলিশ নীরবে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই ধরণের ঘটনা ঘটছে। আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা কোথায়?’ এবার প্রতিবাদের ডাক দিলেন সুকান্ত।

বিজেপির (BJP) রাজ্য সভাপতি বলেন, ‘রাজ্যের মন্ত্রী ও একজন সাম্প্রদায়িক নেতা সিদ্দিকুল্লা চৌধুরীর নেতৃত্বে গতকাল কলকাতার বুকে ওয়াকফ বিলের বিরুদ্ধে যে প্রতিবাদ আয়োজন করা হয়েছিল, তাতে আমরা দেখেছি, মৌলালিতে একটি বাস থেকে হিন্দুদের গেরুয়া পতাকা পুলিশের উপস্থিতিতে খুলে ফেলা হয়েছে। এই জমায়েত দেখে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি হয়েছেন। পতাকা খুলে ফেলা দেখেও হয়তো উনি খুব খুশি হয়ে থাকতে পারেন’।

আরও পড়ুনঃ একটানা ৯ দিন ছুটি! সরকারি কর্মীদের জন্য বড় খবর! রইল নবান্নের হলিডে লিস্ট

সুকান্ত (Sukanta Majumdar) বলেন, এই পতাকা কোনও রাজনৈতিক দলের নয়। বরং এটি সমগ্র হিন্দু সমাজ, সনাতনী সমাজের পতাকা, তাদের সম্মান। সেই পতাকা খুলে ভূলুণ্ঠিত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। বালুরঘাটের সাংসদ বলেন, ‘সিদ্দিকুল্লা চৌধুরী ও তাঁর বাঁদরের দল এই পতাকা খুলে ফেলে ভূলুণ্ঠিত করার চেষ্টা করেছে। সমগ্র সনাতনী সমাজের এই অপমানের বিরুদ্ধে, সনাতনী সমাজের সম্মানকে, সম্ভ্রমকে ভূলুণ্ঠিত করার বিরুদ্ধে আসুন, আগামীকাল হনুমান জয়ন্তী উপলক্ষ্যে আমরা সবাই প্রতিবাদ করি’।

Sukanta Majumdar

কীভাবে প্রতিবাদ করবেন সেটাও জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত বলেন, ‘নিজের বাড়িতে আমরা সবাই গেরুয়া পতাকা লাগাই। যারা সনাতনী রয়েছেন তাঁরা প্রত্যেকে এই পতাকা লাগাই’।

বিজেপি নেতা জানান, তিনি নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগাবেন। আগামীকাল সকালে পতাকা লাগিয়ে ওই ছবি সমাজমাধ্যমে শেয়ার করবেন। এরপর পথে নেমে গেরুয়া পতাকা বিলি করার কথাও ঘোষণা করেন তিনি।

সুকান্ত (Sukanta Majumdar) বলেন, ‘আমি কাল কলকাতার রাস্তায় নামব ও সনাতনী হিন্দুদের গেরুয়া পতকা বিলি করব। কারণ হিন্দুদের এই অসম্মান মেনে নেওয়া যায় না। সমগ্র বাংলা ফুটছে। সবাই প্রতিবাদ জানান। নিজের বাড়িতে গেরুয়া ঝান্ডা লাগান’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X