সংখ্যাগরিষ্ঠদের সাবধান থাকার দরকার, নাহলে আবারও ফিরে আসবে মুঘল শাসনঃ তেজস্বী সূর্য

লোকসভায় বাজেট অধিবেশনের সময় রাষ্ট্রপতির অভিভাষণের চর্চা করার সময় ভারতীয় জনতা পার্টির (BJP) যুব সাংসদ তেজস্বী সূর্য (tejaswi surya) শাহিনবাগে (Shaheen Bagh) চলা ধরনার সমালোচনা করেন। উনি বলেন, সংখ্যাগরিষ্ঠদের সাবধান থাকার দরকার, নাহলে আবারও ফিরে আসবে মুঘল শাসন।

উনি লোকসভায় বলেন, যদি সংখ্যাগুরু সম্প্রদায় সতর্ক না হয়, তাহলে মুঘল শাসন আর বেশি দূর নয়। ওনার এই বয়ানের পর বিরোধীরা সংসদে হাঙ্গামা করেন। তেজস্বী সূর্য মোদী সরকারের প্রশংসা করে বলেন, পুরনো ক্ষত ভরাট না করলে নতুন ভারতের নির্মাণের সম্ভব না।

উনি নাগরিকতা সংশোধন আইন নিয়ে বলেন, এই আইনে পাকিস্তান, বাংলাদেশ আর আফগানিস্তান থেকে ধার্মিক কারণে প্রতারিত হয়ে ভারতে আসা সংখ্যালঘুদের নাগরিকতা দেওয়া হবে। উনি বলেন, বিরোধীরাও জানে যে, সিএএ নিয়ে কারও কোন ক্ষতি হবেনা, কিন্তু এরপরেও এই আইনের বিরোধিতা করা হচ্ছে। আর এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।


Koushik Dutta

সম্পর্কিত খবর