বিজেপি ক্ষমতায় এলে মেয়রের পিঠের চামড়া তুলে নেওয়া হবে! বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁয়ের

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি ক্ষমতায় এলে আসানসোলের মেয়রের চামড়া গুটিয়ে নেওয়া হবে বলে হুমকি দিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। কিছুদিন আগে আসানসোল পুলিশ কমিশনারের কার্যালয় অভিযানে অংশ নিয়েছিলেন সৌমিত্র খাঁ। সেদিনও তিনি শাসক দল ও পুলিশকে শাসিয়েছিলেন। আর আজ তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি চরম হুঁশিয়ারি দিলেন।

আরেকদিকে, আজ আবারও গ্রেপ্তার হলেন বিজেপির (Bharatiya Janata Party) যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার সকালে আসানসোল পুলিশ কমিশনারের অফিসের সামনে ধর্না দেয় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ
অভিযোগ উঠেছে স্যোশাল মিডিয়ায় বিভেদমূলক প্রচার চালিয়েছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়। আসানসোল পুরনিগমের সাইনবোর্ডের একটি ছবি তিনি স্যোশাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে দেখা যায় বাংলা বাদে উর্দু, হিন্দি এবং ইংরেজিতে ‘আসানসোল পুরনিগম’ লেখা রয়েছে। স্যোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে তিনি তৃণমূলকে কটাক্ষ করে নীচে লেখেন ‘বাংলা ছেড়ে উর্দু প্রেম’!

bjp 2 4

গ্রেপ্তার হন যুব মোর্চার রাজ্য সম্পাদক
স্যোশাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হওয়া এই পোস্টকে ঘিরে পুর কর্তৃপক্ষ অভিযোগ জানায়, বিজেপির আইটি সেল সুকৌশলেই বাংলা হরফের লেখাটি বাদ দিয়ে বিভেদমূলক প্রচার চালাচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়কে শুক্রবার রাতে গ্রেপ্তার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

bjp 38

বিক্ষোভ দেখিয়ে ধর্নায় বসেন সৌমিত্র খাঁ
বাপ্পা চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রতিবাদে শনিবার সকালে আসানসোল পুলিশ কমিশনারের অফিসের সামনে ধর্না দেয় বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব। রাস্তায় দাঁড়িয়ে সৌমিত্র খাঁ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সাংসদ বাবুল সুপ্রিয়র নামে ঝুড়ি ঝুড়ি ভুয়ো পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। কই তখন তো কাউকে গ্রেপ্তার করা হয় না। উল্টে অন্যের পোস্ট শেয়ার করলেই গ্রেপ্তার হন বিজেপি রাজ্য নেতৃত্ব। এভাবে চলতে পারে না। বিনা কারণে ভয় দেখিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়’।

প্রতিবাদ দেখাতে গিয়ে গ্রেপ্তার হন সৌমিত্র খাঁ
আসানসোল পুলিশ কমিশনারের অফিসের সামনে ধর্না দেওয়ায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী উপস্থিত হয়। পুলিশের সঙ্গে বচসার জেরে শনিবার সকালে আসানসোল দক্ষিণ থানার পুলিশ গ্রেপ্তার করে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ সহ বেশ কয়েকজনকে। তবে এই ঘটনার প্রতিবাদে যুব মোর্চার সদস্যরা রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাতে থাকে।তাদের দাবী, আগামী দিনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে, তারা বড়সড় আন্দোলনে নামবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর