পুলিশি লাঠিচার্জের ঘটনায় হাইকোর্টে চিঠি! শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ এই ‘হেভিওয়েটের’

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জেরে গিয়েছে চাকরি। তবে ‘হকের চাকরি’ এমনি এমনি ছেড়ে দেবেন না তারা। চলছে আন্দোলন, বিক্ষোভ। সেই বিক্ষোভ ঘিরেই সম্প্রতি রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশ ভবন। বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকদের (Teachers) একাংশ। ওই দিন রাতেই বিক্ষোভকারীদের উপর চলে পুলিশি লাঠিচার্জ। এই নিয়েই এবার সরব হলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato)।

হাইকোর্টের বিচারপতির কাছে গেল চিঠি | Calcutta High Court

চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার জন্য কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন গেরুয়া সাংসদ। চিফ জাস্টিসকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, বৃহস্পতিবার রাতের ঘটনায় ৩০ জনের বেশি শিক্ষক গুরুতর জখম হয়েছেন। গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে। পুলিশি ‘জুলুমের’ বর্ণনা দিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

নিয়োগে দুর্নীতির জেরে এপ্রিল মাসে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি হারান ২৫,৭৩৫ জন শিক্ষক, শিক্ষাকর্মী। আদালতের রায়ের পর রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন চাকরিহারাদের একটা অংশ। পথে নেমেছেন তারা। দফায় দফায় চলছে অবস্থান বিক্ষোভ।

আরও পড়ুন: সোমবার থেকে বাড়বে বৃষ্টি, দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার আগাম খবর

এই অবস্থানের মধ্যেই বৃহস্পতিবার রাতে বিকাশভবনে হঠাই পুলিশ-চাকরিহারা খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিকাশভবনের গেট পর্যন্ত ভেঙে যায়। এরপরই চাকরিহারাদের তুলতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। যার জেরে বেশ কিছু জন আহত হন। হাত-পা ভেঙে যায়, মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড। বেশ কিছু পুলিশ কর্মীও আহত হন।

ভিডিও পড়ুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f

তবে পুলিশের মার খেয়েও নিজেদের অবস্থানে অনড় চাকরিপ্রার্থীরা। এদিকে শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রাজ্য। যদিও এ নিয়ে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম ‘হালকা বলপ্রয়োগের’ কথা স্বীকার করে স্পষ্ট জানান, “প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে করা হয়।” পুলিশের পদক্ষেপে নানা মহলে চলছে সমালোচনা। এরই মধ্যে আইনি পদক্ষেপের আর্জি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X