SSC ইস্যু: বিচারব্যবস্থা নিয়ে মমতার মন্তব্যের জন্য স্বতঃপ্রণোদিত মামলা হোক! প্রধান বিচারপতির কাছে গেল চিঠি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তাঁদের উদ্দেশে বেশ কিছু বার্তা দেন মুখ্যমন্ত্রী। ‘রঙ’ না দেখেই প্রত্যেকের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। এবার সেই সভার পরেই সোজা দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে (CJI Saniv Khanna) চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (Jyotirmay Singh Mahato)। বিচারব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য স্বতঃপ্রণোদিত মামলার আবেদন জানিয়েছেন তিনি।

মমতার (Mamata Banerjee) সভার পরেই সিজেআইকে চিঠি দিলেন বিজেপি সাংসদ!

এদিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কেস স্টাডি করে দেখছিলাম। সুপ্রিম কোর্ট এখনও যোগ্য ও অযোগ্য বলতে পারেনি। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেবেন না। মুখ ও মুখোশের পার্থক্য বুঝতে হবে’।

২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিলের রায়ের পিছনে ‘কোনও খেলা নেই তো?’ এদিন প্রশ্ন তোলেন মমতা। টেনে আনেন এদেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রসঙ্গও। মুখ্যমন্ত্রী বলেন, ‘গত বছর ভোটের সময় দুর্গাপুরে মিছিল করছিলাম। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিতে আমরা সুপ্রিম কোর্টে আপিল করেছিলাম। বিচারপতি চন্দ্রচূড় তা করে দেন। আরেকজন প্রধান বিচারপতি এলেন। যোগ্য, অযোগ্য না দেখে প্যানেল বাতিল করে দিলেন! এই রায়ের পিছনে কোনও খেলা নেই তো?’

আরও পড়ুনঃ TMC-র প্রবীণ সাংসদকে গ্রেফতার করাতে চেয়েছিলেন দলেরই মহিলা সাংসদ! মমতা, অভিষেককে দেওয়া হচ্ছে চিঠি

এদিন চাকরিহারাদের সঙ্গে সভা থেকে মমতার (Mamata Banerjee) এহেন মন্তব্যেরই বিরোধিতা করেছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ। ইতিমধ্যেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন জ্যোতির্ময়। তিনি অভিযোগ করেছেন, ‘অযোগ্য’দের বাঁচাতে বিচারব্যবস্থাকে কাঠগড়ায় তুলছেন মুখ্যমন্ত্রী। যেটা একেবারেই কাম্য নয়।

বিজেপি (BJP) সাংসদ মোট তিন দফা আবেদন করেছেন। এই নিয়ে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণোদিত মামলা হোক। রাজ্যের কোষাগারে কোথা থেকে টাকা আসছে, সেটা নিয়ে শীর্ষ আদালত তদন্ত করুক এবং যে বা যারা বিচারব্যবস্থাকে লাগাতার আক্রমণ করছেন, তাঁদের যথাযথ শাস্তির বন্দোবস্ত করা হোক।

CM Mamata Banerjee meeting with SSC recruitment scam victims

জ্যোতির্ময়ের আরও অভিযোগ, তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা মাঝেমধ্যেই বিচারব্যবস্থা ও বিচারপতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তাঁদের যাতে যথাযথ সাজা হয়, সেই বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপি সাংসদ।

এদিকে আজ নেতাজি ইনডোরের সভা থেকে চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে বেশ কিছু ঘোষণা করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, ‘আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি কেড়ে নিতে দেব না। এটা আমার চ্যালেঞ্জ। শিক্ষাব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে’। এরপরেই জানা যায়, যতদিন অবধি না নতুন নিয়োগ সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা কাজ করুক, এই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এবার এই ইস্যু কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X