তাইওয়ানের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপির সাংসদরা অংশ নেওয়ার জন্য ভারতের উপরে ক্ষেপল চিন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপির (Bharatiya Janata Party) দুই সাংসদ তাইওয়ানের (Taiwan) রাষ্ট্রপতি সাই ইং ওয়েন (Tsai Ing-wen) এর শপথগ্রহণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অংশ নেন। আর এই বিষয়ে ভারতের (India) উপরে ক্ষেপে ওঠে চিন (China)। এমনকি ভারতকে নিজেদের অভ্যন্তরীণ মামলা দখল না দেওয়ার পরামর্শ দেয় চিন। তাইওয়ানের রাষ্ট্রপতি বুধবার শপথ নেন। দিল্লী থেকে বিজেপির সাংসদ মীনাক্ষী লেখি আর রাজস্থানের চুরু থেকে বিজেপির সাংসদ রাহুল কাসবন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন।

সাই ইং ওয়েন এর শপথ গ্রহণে ৪১ টি দেশের ৯২ জন বিখ্যাত ব্যাক্তি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। ভারত থেকে দুই সাংসদ ছাড়া আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিও এই অনুষ্ঠানে অংশ নেন।

বিজেপির সাংসদের তাইওয়ানের রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর চিন লিখিত ভাবে আপত্তি জাহির করে। নয়া দিল্লীর চিনি রাজদূত লিখিত আপত্তি দিয়ে ভারতকে চিনের অভ্যন্তরীণ মামলা থেকে দূরে থাকার কথা জানিয়েছে। অভিযোগে চিনের রাজদূত বলেছেন, তাইওয়ানের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানো ভুল।

মাস খানেক ধরে চিন আর ভারতের সম্পর্কে ফাটল ধরেছে। চিন ভারতের সীমা অতিক্রম করে ঢোকার চেষ্টা করার পর থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বেড়েছে। একদিকে চিন যেমন বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় সৈন্য শক্তি বাড়াচ্ছে। তেমনই ভারতও চিনকে চাপে ফেলতে নিয়ন্ত্রণ রেখায় সেনার মোতায়েন করছে। আর দুই দেশের এই উত্তেজনার মধ্যে ভারতের এই পদক্ষেপ চিনকে চাপে ফেলার জন্যই যে নেওয়া হয়েছে, সেটা বলাই বাহুল্য।

X