‘আগামী দিনে আবারও একসঙ্গে লড়ব’ বাবুলকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বঙ্গ বিজেপির নয়া সভাপতির

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার রাজনীতিতে একটা সময় দিলীপ ঘোষ এবং বিজেপি ছিল প্রায় সমার্থক। কার্যত ২০১৪ সালের পরে গত সাত বছরকে বঙ্গ বিজেপির দিলীপ যুগও বলেন অনেকেই। অবশেষে সোমবার সেই দিলীপ যুগের অবসান ঘটেছে, বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্য সভাপতি এখন সুকান্ত মজুমদার। আর দায়িত্ব প্রাপ্তির পরেই একদিকে যেমন দীলিপবাবুকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, তেমনি অন্যদিকে মুখ খুলেছেন সদ্য দল ছেড়ে যাওয়া সংসদ বাবুল সুপ্রিয়কে নিয়েও।

টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে বাবুল সুপ্রিয়কে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বাবুলদা থাকলে ভালো হত। বহু লড়াইয়ের সাক্ষী বাবুলদা। হয়ত আগামী দিনে আবার একসঙ্গে লড়ব।” অন্যদিকে নতুন পদপ্রাপ্তির জন্য সুকান্তবাবুকে শুভেচ্ছা জানিয়েছেন বাবুলও। কার্যত দায়িত্বপ্রাপ্ত প্রথম দিনেই ‘দলবদল’ থেকে ‘বঙ্গভঙ্গ’ যে যে ইস্যুতে কিছুটা ব্যাকফুটে ছিল বিজেপি, তার সমস্ত কিছু নিয়ে মুখ খুলেছেন নয়া রাজ্য সভাপতি।

   

পৃথক উত্তরবঙ্গের দাবি ওঠার পর থেকেই বিজেপি ‘বঙ্গভঙ্গ’ করতে চাইছে এমন অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। এপ্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “বিজেপির ঘোষিত নীতি পশ্চিমবঙ্গ এক এবং অটুট। নেতারা কেবল উত্তরবঙ্গের মানুষের কথা বলেছেন। বঞ্চনার কথা তুলে ধরেছেন।” কার্যত সুকান্তবাবু এই মন্তব্যটি বুঝিয়ে দেয় এত ‘সেনসেটিভ’ একটি বিষয়কে অত্যন্ত ঠান্ডা মাথায় ট্যাকেল করতে তৎপর বিজেপি নেতৃত্ব।

Sukanta Majumdar

একইসঙ্গে এ দিন লাগাতার দলবদল প্রসঙ্গেও মুখ খুলেছেন নয়া রাজ্য সভাপতি। তিনি পরিষ্কার বলেন, বিজেপির মূল সম্পদ হল বুথে বুথে লড়াই করা কার্যকর্তারা। যারা আদর্শের জন্য লড়াই করেন। তাদের লড়াইয়ের দৌলতেই আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি সফল হবে বলে আশাবাদী তিনি।

একই সঙ্গে অভিযোগ উঠেছিল ভোট-পরবর্তী হিংসার সময় কর্মীদের পাশে দাঁড়াতে পারেনি নেতৃত্ব। সেই প্রসঙ্গে মুখ খুলে সুকান্তবাবু বলেন, এমন কোন ঘটনা যদি ঘটে থাকে তাহলে আমি হাতজোড় করে কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সাথে সাথেই কোন রণনীতিতে দল চালাবেন তিনি সে কথা জিজ্ঞেস করা হলে সুকান্তবাবু বলেন, ‘ক্রমশ প্রকাশ্য’। এর মধ্যে সুচারু রণনীতি গঠনের ইঙ্গিত রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

 

ad2
Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর