বাংলা হান্ট ডেস্কঃ অতীতে দুর্গাপূজো এবং সরস্বতী পুজোকে কেন্দ্র করে বাংলায় (West Bengal) শুরু হয় তৃণমূল-বিজেপি তরজা আর এবার মা কালীকে (Ma Kali) নিয়েও শুরু হয়ে গেল রাজনীতি। সম্প্রতি, ‘কালী’ সম্পর্কিত তথ্যচিত্র এবং একটি পোস্টারকে ঘিরে গোটা দেশে বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে, তৃণমূল (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিতর্কিত মন্তব্যের দ্বারা সেই আঁচ বাংলাতেও এসে পড়ে আর এবার সেই প্রসঙ্গকে হাতিয়ার করে আগামী ২৮ শে জুলাই বিজেপির (BJP) তরফ থেকে মা কালীর আরাধনা করা হতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে পড়েছে বঙ্গ রাজনীতি। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের মন্তব্যের প্রতিবাদে মা কালীর আরাধনা করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ‘কালী’ তথ্যচিত্র এবং এই সম্পর্কিত একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে, যেখানে মা কালীকে সিগারেট খেতে দেখা যায়। এর পরেই শুরু হয় বিতর্ক এবং পরবর্তীতে মহুয়া মৈত্র কালীকে ‘মদ ও মাংসের দেবী’ বলে বর্ণনা করলে তাঁর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয় অসংখ্য মানুষ। বিজেপি শাসিত রাজ্যের পাশাপাশি বাংলাতে একাধিক থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যদিও বর্তমানে সেই বিতর্ক কিছুটা হলেও হ্রাস পেয়েছে। তবে এর মাঝে গত সোমবার সংসদে মা কালীর পুজো নিয়ে মন্তব্য করে বসেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে বিজেপি যে এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করতে চলেছে, তা মুহূর্তেই স্পষ্ট হয়ে যায়।
আসলে গত সোমবার সংসদে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকালে নরেন্দ্র মোদী বাংলায় মা কালীর আরাধনা প্রসঙ্গে প্রশ্ন করে বলেন, “বাংলায় মা কালীর পূজো ঠিকমতো হচ্ছে তো?” বিশেষজ্ঞদের মতে, এর পরেই তৎপর হয়ে ওঠে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং সেই ধারা বজায় রেখে আগামী ২৮ শে জুলাই মুরলীধর সেন লেনে বিজেপি অফিসের সামনে মা কালীর পুজো দিতে চলেছে বিজেপি।
সূত্রের খবর, বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে পুজোর সকল আয়োজন করা হতে চলেছে। প্রসঙ্গত, সম্প্রতি মা কালী বিতর্কে মহুয়া মৈত্র এবং তৃণমূল কংগ্রেসকে একের পর এক কটাক্ষ ছুঁড়ে দেয় বিজেপি। পরবর্তীতে, তৃণমূলের পক্ষ থেকে মহুয়াদেবীর বক্তব্যকে সমর্থন জানানো হয়নি এবং অপরদিকে তৃণমূল সাংসদও নিজের বক্তব্যে অনড় থাকেন। এরপরে বিতর্ক অনেকটা পরিমাণে হ্রাস পেতে শুরু করলেও বিজেপি যে এই ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছে, তা তাদের পদক্ষেপেই স্পষ্ট। ফলে স্বাভাবিকভাবেই আগামী ২৮ শে জুলাই কালীপুজো এবং তার পরবর্তী ক্ষেত্রে নতুন কোন কৌশল নিতে চলেছে তারা, সেটাই দেখার।