দু’জনই ঘুরিয়ে দিল ‘খেলা’! ভোটের পরই কেষ্ট গড়ে যা হল … মাথায় হাত BJP-র

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে জোর ধাক্কা খেয়েছে BJP। গতবারের থেকে আসন সংখ্যা বৃদ্ধি পাওয়া তো দূর, উনিশের ভোটে জেতা বহু আসনও এবার হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। ‘তৃণমূলি ঝড়ে’ (Trinamool Congress) রীতিমতো বেসামাল হয়ে গিয়েছে পদ্ম। এবার ফল ঘোষণার সেই ধাক্কা কাটতে না কাটতেই বীরভূমের সিউড়িতে জোর ঝটকা খেল BJP।

অনুব্রত মণ্ডল না থাকলেও এবার বীরভূমে (Birbhum) বিশেষ সুবিধা করতে পারেনি পদ্ম শিবির। আবারও এই কেন্দ্র থেকে জিতে সংসদে যাচ্ছেন শতাব্দী রায়। এবার রেজাল্ট বেরনোর সপ্তাহ খানেকের মাথায় বীরভূমের সিউড়িতে ভাঙন ধরল পদ্ম শিবিরে। কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত (Gram Panchayat) হাতছাড়া হয়ে গেল BJP-র।

   

আরও পড়ুনঃ খনি প্রকল্পই ভরিয়েছে তৃণমূলের ঝুলি? রেজাল্টের এক সপ্তাহের মধ্যেই ‘ফাঁস’ চাঞ্চল্যকর তথ্য!

১৭ আসন বিশিষ্ট কড়িধ্যা গ্রাম পঞ্চায়েত এতদিন BJP-র দখলে ছিল। TMC-র ঝুলিতে ৮টি এবং BJP-র ঝুলিতে ৯টি আসন ছিল। তবে সোমবার ‘ক্ষমতা’ হারাল পদ্ম শিবির। এদিনে কড়িধ্যা পঞ্চায়েতের উপ প্রধান এবং একজন পঞ্চায়েত সদস্য BJP ছেড়ে TMC-তে যোগ দিলেন। ফলত TMC-র আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ১০টি এবং BJP-র হল ৭টি।

দু’জন দলবদল করলেও, সরকারিভাবে আড়াই বছর আগে অনাস্থা আনা যাবে না। এদিন BJP ত্যাগী ওই দু’জনের হাতে দলীয় পতাকা তুলে সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এরপর তিনি বলেন, শীঘ্রই BDO-র কাছে কড়িধ্যা পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য আবেদন জানাবে জোড়াফুল শিবির।

tmc and bjp flags

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা ভোটের ফলঘোষণার পর থেকেই রাজ্যের নানান প্রান্ত থেকে দলবদলের খবর আসছে। অনেকেই এই আবহে ‘ফুলবদল’ করছেন। এবার যেমন বীরভূমে BJP শিবিরের ভাঙন নিয়ে রাজনৈতিক তরজাশুরু হয়েছে। লকসভা ভোটের ধাক্কা কাটার আগেই দুই সদস্য দলত্যাগ করায় কড়িধ্যা পঞ্চায়েতও হাতছাড়া হল গেরুয়া শিবিরের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর