উলট পুরাণ! এবার দুর্নীতির দায়ে গ্রেফতার বিজেপির নেতা, আবাস যোজনায় কেলেঙ্কারির অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ এ যেন ঠিক উলট পুরাণ! বর্তমানে বাংলায় একের পর এক দুর্নীতি মামলায় নাম জড়িয়ে চলেছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। শাসক দলকে কোণঠাসা করতে মরিয়া বিজেপি (Bharatiya Janata Party), আবার অপরদিকে প্রধানমন্ত্রী আবাস এবং সড়ক যোজনায় দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল। এই পরিস্থিতিতে বর্তমানে আবাস যোজনায় পুলিশের হাতে গ্রেফতার হলেন বিজেপির পঞ্চায়েত সদস্য! দুর্নীতির অভিযোগে রনজিৎ রানা নামে ওই পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এই ঘটনায় ইতিমধ্যেই অস্বস্তিতে পদ্মফুল শিবির।

সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি গরু এবং কয়লা পাচার মামলায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পাশাপাশি অন্যান্য একাধিক নেতা মন্ত্রীরা হেফাজতে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সড়ক এবং আবাস যোজনায় কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসক দল।

এক্ষেত্রে একদিকে যখন কেন্দ্রের বিরুদ্ধে প্রকল্প বাবদ টাকা না দেওয়ার অভিযোগ তুলে চলেছে তৃণমূল কংগ্রেস, আবার অপরদিকে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আক্রমণ শানিয়েছে পদ্মফুল শিবির। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষেরা একের পর এক কটাক্ষ করে চলেছে, তবে সেই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য গ্রেফতার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।

এদিন পশ্চিম মেদিনীপুর জেলার বড়কোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রনজিৎ রানাকে গ্রেফতার করে পুলিশ। এক্ষেত্রে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সামনে আসায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

bjp flag pti 1652270972 1

সম্প্রতি এই একই মামলায় বিজেপি কর্মী অরুণ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। এক্ষেত্রে অরুন ঘোষ নামে তৃণমূল কর্মীর নামে বরাদ্দ করা আবাস যোজনার লক্ষাধিক টাকা নিজের নামে করে নেওয়ার কারণে গ্রেফতার করা হয় তাকে আর এবার পুলিশের জালে ধরা পড়ল অপর এক বিজেপি নেতা। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। তবে বিজেপি নেতা গ্রেফতারের ঘটনায় দলের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া মেলেনি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর