বাংলা হান্ট ডেস্কঃ এবারের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এক নতুন ক্রেজ দেখা যাচ্ছে। আর সেটা হল বাংলার বিখ্যাত গানের প্যারোডি করা। আর সেই প্যারোডি গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ভাইরালও হচ্ছে। সর্বপ্রথম এই ট্রেন্ট শুরু করেছিল বামেরা। সিপিএম-এর ডাকা ব্রিগেড সমাবেশকে সফল করতে বামেরা বাংলার জনপ্রিয় একটি ওয়েব সিরিজের গান ‘টুম্পা সোনা”র প্যারোডি করে বিশাল জনপ্রিয়তা হাসিল করেছিল।
বামেদের ওই টুম্পা সোনা গানের প্যারোডি হিট হওয়ার পর তাঁরা একের পর এক গানের প্যারোডি শুরু করে। সবকটার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিল টুম্পা সোনা। প্যারোডিতে পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। বিজেপির পক্ষ থেকেও একটার পর একটা প্যারোডি করা হচ্ছে। যদিও জনপ্রিয়তার দিক থেকে বামেদের থেকে অনেক পিছিয়ে গেরুয়া শিবির।
আর এবার বিজেপি আরও একটি বিখ্যাত বাংলা গানের প্যারোডি সামনে নিয়ে এল। বিজেপি এবার বিখ্যাত বাংলা গান ‘ঠাকুর জামাই এলো বাড়িতে” গানের প্যারোডি বের করে শাসক দল তৃণমূলকে বিঁধেছে। বিজেপি এই প্যারোডির নাম দিয়েছে ‘চাল চোরের এল পাড়াতে” শুনে নিন সেই ভাইরাল প্যারোডি …
বিজেপি পশ্চিমবঙ্গ নিবেদিত
চাল চোরেরা এল পাড়াতে… pic.twitter.com/VV7TBOQpNV
— BJP Bengal (@BJP4Bengal) March 24, 2021