বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের পর এবার কর্ণাটক (Karnataka) সরকারও লাভ জিহাদের বিরুদ্ধে আইন বানানোর জন্য কোমর বেঁধে নেমেছে। আর সেই ক্রমে শনিবার কর্ণাটকের বিজেপি কার্যসমিতি ২ টি প্রস্তাব পাশ করেছে। ওই প্রস্তাবে কর্ণাটকে গোহত্যা বন্ধ করার জন্য আইন আর লাভ জিহাদ রোখার জন্য শীঘ্রই আইন বানানোর কথা বলা হয়েছে।
কর্ণাটক বিজেপির রাজ্য সভাপতি অক্ষয় নলিন কুমার কর্ণাটকে রাজ্য কার্যকারিণী সমিতির মিটিংয়ের পর প্রেস কনফারেন্স করে বলেন, ‘ভারতীয় সংস্কৃতির রক্ষার জন্য আমরা প্রতিবদ্ধ। আর সেই কারণে সমিতি দুটি প্রস্তাব পাশ করেছে।” প্রেস কনফারেন্সে একটি প্রশ্নের জবাবে নলিন কুমার বলেন, গোহত্যা আর লাভ জিহাদ নিষিদ্ধ করার জন্য আলাদা আলাদা দুটি বিল আগামী বিধানসভা অভিবেশনে রাখা হতে পারে।
জানিয়ে দিই, আগামীকাল ৭ ডিসেম্বর থেকে কর্ণাটক বিধানসভার অধিবেশন শুরু করে হতে চলেছে, আগামী এক সপ্তাহ পর্যন্ত এই অধিবেশন চলবে। আর এই অধিবেশনে বিজেপির সরকার বিধানসভায় গোহত্যা বিরোধী আর লাভ জিহাদ বিরোধী আইন পাশ করার জন্য বিল পেশ করতে পারে।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর উত্তর প্রদেশের যোগী সরকার লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর আইন বানিয়েছে। এবার রাজ্যে লাভ জিহাদ করে কোনও মেয়ের ধর্ম পরিবর্তন করার অপরাধ বলে গণ্য হবে। উত্তর প্রদেশ সরকার এই অপরাধ করা অপরাধীদের ১০ বছরের সাজা দেওয়ার কথা ঘোষণা করেছে।