একুশে জুলাই তৃণমূলের পাল্টা কর্মসূচি ঘোষণা বিজেপির! নেতৃত্বে শুভেন্দু অধিকারী

বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনে একপ্রকার ভরাডুবি হয় বিজেপির। দুশো ভোটে জয়লাভের স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত ৭৭-এ থামে তারা। অবশ্য এরপরেও রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে সরকারের বিরুদ্ধে একাধিকবার পথে নামতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। আর এবার আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের ‘শহীদ দিবস’-এর পাল্টা হিসেবে একটি কর্মসূচি করার কথা ঘোষণা করল তারা। হাওড়ার উলুবেড়িয়ায় এই কর্মসূচি হতে চলেছে বলে খবর।

উল্লেখ্য, পয়গম্বর বিতর্কে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তের মতোই বাংলাতেও বিক্ষোভে নামে এক শ্রেণীর মানুষ। এই ঘটনায় উলুবেড়িয়ায় বিজেপির অফিস ভাঙচুর করার পাশাপাশি বেশ কয়েকজন কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। এমনকি অনেকের সম্পত্তি লুঠ করার খবর পর্যন্ত সামনে আসে আর এই সকল ঘটনায় শাসকদলের জড়িত থাকার অভিযোগ এনে এবার পাল্টা মিছিলের সময়ক্ষণ হিসেবে শহীদ দিবসের দিনটিকেই বেছে নিল বিজেপি।

সূত্র মতে জানা গিয়েছে যে, আগামী একুশে জুলাই উলুবেড়িয়া সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে মিছিলে হাঁটতে দেখা যাবে বিজেপি দলের বিধায়কদের। তাদের সঙ্গে সেখানে যোগ দেবেন শুভেন্দু অধিকারী। সলপ থেকে সেই মিছিলটি উলুবেড়িয়া পর্যন্ত রওনা দেবে। দলের পক্ষ থেকে বেশ কয়েকটি পরিকল্পনা পর্যন্ত নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, যে সকল বিজেপি দলীয় অফিসগুলি ভাঙচুর করা হয়েছিল, সেখানে যাবে বিজেপি নেতারা। একই সঙ্গে দলীয় কর্মীদের ক্ষতিপূরণ পর্যন্ত দেওয়া হবে।

subhendu 1 1

এদিন এই ঘটনা প্রসঙ্গে শাসকদলের প্রতি ক্ষোভ উগরে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “বাংলায় এখন নৈরাজ্য চলছে। তবে আমরা এর প্রতিবাদ করব। আগামী একুশে জুলাই আমরা উলুবেড়িয়ায় মিছিল করতে চলেছি, সেখানে ক্ষতিগ্রস্ত সকল কর্মীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এর আগেও আমরা নদীয়াতে একই কর্মসূচি গ্রহণ করেছিলাম।” অপর এক বিজেপি নেতার কথায়, “বিজেপি দলের পক্ষ থেকে এই কর্মসূচি আসলে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের পাল্টা হিসেবে করা হতে চলেছে। ওরা আমাদের বিরুদ্ধে আক্রমণ শানালে আমাদের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী তার পাল্টে দেবে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর