গল্প পড়তে গিয়ে বুজে আসছে গলা, মীরের কণ্ঠে শেষ ‘সানডে সাসপেন্স’ শুনে মন খারাপ শ্রোতাদের

বাংলাহান্ট ডেস্ক: রবিবারের আলসে দুপুরে অনেকেরই দীর্ঘদিনের সঙ্গী ‘সানডে সাসপেন্স’ (Sunday Suspense)। নিয়ম করে প্রতি রবিবার ৯৮.৩ রেডিও মির্চিতে (Radio Mirchi) শোনা যায় বাংলা এবং ইংরেজি সাহিত‍্যের কিছু বাছাই করা গায়ে শিহরণ জাগানো রহস‍্য কিংবা ভৌতিক কাহিনি। রেডিও প্রেমীদের বড়ই প্রিয় এই শো। সানডে সাসপেন্স ভাললাগার আরো একটি কারণ, মীর আফসার আলি (Mir Afsar Ali)। ঝরঝরে ভাষায় পরিস্কার কণ্ঠস্বরে গল্পপাঠের মাধ‍্যমেই শ্রোতাদের চোখের সামনে পরপর ঘটনাবলী ফুটিয়ে তুলতেন তিনি।

তুলতেন, ভবিষ‍্যতে আর সানডে সাসপেন্সে শোনা যাবে না মীরের কণ্ঠ। রেডিও মির্চিকে বিদায় জানানোর খবর ঘোষনা করার পর থেকেই চোখে জল অনুরাগীদের। সকালম‍্যান, সানডে সানপেন্স যে অনাথ হয়ে গেল!

IMG 20220701 130330
রথযাত্রার দিনেই খারাপ খবরটা দিয়েছিলেন মীর। রেডিও মির্চি ছেড়ে দিচ্ছেন তিনি। আজ রবিবার শেষবারের মতো সানডে সাসপেন্সে শোনা গেল মীরের কণ্ঠ। শুনতে শুনতে চোখ জলে ভিজেছে শ্রোতাদের। মীর চলে গেলে সানডে সাসপেন্স আর আগের মতো থাকবে না বক্তব‍্য অনেকের।

এদিন তাঁর শেষ সানডে সাসপেন্সের লিঙ্ক শেয়ার করে মীর লেখেন, ‘ছেড়ে বেরিয়ে আসার কয়েকদিন আগে রেকর্ড করা। গল্প পড়তে পড়তে বহু বার গলা চোক করে গেছে। ক্ষমাপ্রার্থী। এই ডার্ক গল্পটা পড়ার জন্য আমায় সব থেকে বেশী পুশ করেছে এই গল্পের ক্যাপ্টেন, আমার প্রিয় সহকর্মী পুষ্পল গাঙ্গুলী।’

এদিন দুপুর একটার সময়ে রেডিও মির্চিতে শোনা গিয়েছে এডগার অ্যালান পো এর লেখা, ‘The Tell Tale Heart’ গল্পটি। কেউ যদি মিস করেও গিয়ে থাকেন, তাহলেও চিন্তা নেই। রেডিও মির্চির ইউটিউব চ‍্যানেলে যেকোনো সময়েই শোনা যাবে গল্পটি।

কিন্তু গল্প শোনার পর থেকেই মন খারাপ শ্রোতাদের। সানডে সাসপেন্সে যে আর পাওয়া যাবে না মীরকে। অনেকে অনুরোধ করেছেন, মির্চি ছাড়লেও সানডে সাসপেন্স যেন না ছাড়েন তিনি। মীর যদিও আশ্বাস দিয়েছেন, রেডিও তিনি ছাড়ছেন না। ২৭ দিনের বিরতি নিয়ে আবার ফিরবেন তিনি। তবে কীভাবে ফিরবেন সেটা এখনো ধোঁয়াশাতেই রেখেছেন মীর।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর