পুরকর্মীরা জবরদখল তুলতে আসায়, ব্যাট হাতে বেধড়ক মারধর করে বিজেপি বিধায়ক

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ব্যাট হাতে বীভৎস কান্ড ঘটালেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীর ছেলে আকাশ বিজয়বর্গী। বুধবার ইন্দোরের এক এলাকায় পুরকর্মীরা জবরদখল তুলতে আসেন। তাদেরকে দেখেই সাঙ্গপাঙ্গ নিয়ে তাড়া করেন বিজেপি বিধায়ক আকাশ। একটি ক্রিকেট ব্যাট হাতে তুলে নিয়ে পুরকর্মীদের দিকে তেড়ে যান তিনি এবং শুরু করেন মারধর।

জানা গেছে আকাশের এই বিরল কাণ্ডে সঙ্গে যোগ দেয় তার সঙ্গে থাকা লোকজনও। পুলিশ চেষ্টা করে বাধা দেওয়ার কিন্তু তাতেও কোনো কাজ হয় না। ঘটনাস্থলে বেধড়ক মার খান পুরকর্মীরা। বিজয়বর্গী তাদের ৫ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে দেওয়ার হুকুম দেন।

রাজ্য বিজেপি নেতা হিতেশ বাজপেয়ী সাংবাদিকদের বলেন, ‘ঘুষ চেয়েছিলেন ওইসব পুরকর্মীর। আপনারা এই ঘটনার জন্য আকাশ কে জেলে পুরতে পারেন। কিন্তু কি করা হবে ওইসব ঘুষখোর পুরকর্মীদের?’

X