মদন মিত্রর কেন্দ্র কামারহাটিতে বুথের ভিতরেই মৃত্যু বিজেপির পোলিং এজেন্টের

বাংলা হান্ট ডেস্কঃ আজ রাজ্যের ৬ জেলার ৪৫টি আসনে পঞ্চম দফার ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়ার শুরু থেকেই জায়গা জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। কল্যাণীর সুকান্ত নগরে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ায় তাঁরা পথে বসে প্রতিবাদ শুরু করেছে। আরেকদিকে, বর্ধমানে বিজেপির এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

আর এরই মধ্যে কামারহাটি থেকে এক চাঞ্চল্যকর খবর সামনে আসছে। কামারহাটিতে বুথের পোলিং এজেন্টের দায়িত্ব সামলানো বিজেপি কর্মীর বুথের মধ্যে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে যে, অসুস্থ পোলিং এজেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়ার সাহাজ্য করেনি কেউ, এরফলে বুথের মধ্যেই প্রাণ হারান তিনি।

1b0a22a22d460aba661b23c1b5449882 original

আরেকদিকে, কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র অভিযোগ করে বলেছেন যে, ভোটের দিন এলাকায় প্রচুর পরিমানে বহিরাগত ঢুকিয়েছে বিজেপি।


Koushik Dutta

সম্পর্কিত খবর