বাংলাহান্ট ডেস্কঃ আজ দোল উৎসব (holi Festival)। আবিরে রঙে রেঙ্গে উঠেছে গোটা বাংলা। আর এভাবেই সামিল নেতা থেকে মন্ত্রী সাংসদরা সকলেই। বাদ পড়েননি বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও (Dilip ghosh)। সোমবার সকালেই কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় বের হন তিনি। প্রচারের ফাঁকে কচিকাঁচাদের হাতে আবিরও মাখেন সাংসদ।
করোনা সংক্রমণ এড়াতে এবছর দোল বা হোলি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু জনসংযোগের জন্য দোলের দিনটিকেই বেছে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সকালেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিজের লোকসভা এলাকার ধর্ম হরি মন্দিরে যান তিনি। কথা বলেন স্থানীয়দের সঙ্গে। এলাকার খুদেদের হাত থেকে আবির মাখেন তিনি।
সেখান থেকে বিদ্যাসাগর হল, রাঙ্গামাটি, মির্জা বাজার, পাটনা বাজার কাঠগোলায়ও যাবেন তিনি। কিন্তু কেন প্রধানমন্ত্রী সতর্ক করা সত্ত্বেও জনসংযোগের জন্য এই দিনটিকেই বেছে নিলেন দিলীপ ঘোষ? তিনি বলেন, “দোল-বসন্তোৎসবে জনসংযোগের সুযোগ অনেক বেশি থাকে। সেই কারণেই এই সিদ্ধান্ত।” তবে এদিন বড় জমায়েতের কর্মসূচি নেই বলেই জানান বিজেপি সাংসদ।