৫ বছরে বাংলায় ৭৫ লক্ষ চাকরির ঘোষণা করে ‘প্রতিশ্রুতি কার্ড’ লঞ্চ করল বিজেপি

   

বাংলাহান্ট ডেস্কঃ টার্গেট একুশের ভোট। গদি দখলের লড়াইয়ে একের পর এক প্রকল্পের সূচনা করছে বঙ্গ বিজেপি (Bharatiya Janata Party), তৃণমূল। কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে, চলছে সেই প্রতিযোগিতার তোড়জোড়। এই প্রতিযোগিতায় বাংলার বেকার যুবক যুবতীদের দলে টানতে কয়েকধাপ এগিয়ে গেল বিজেপি।

কর্মসংস্থান দেবে বিজেপি
সম্প্রতি বাংলার শসক দল স্বাস্থ্য সাথী কার্ডের আয়ত্তায় বাংলার সকল মানুষকে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ এই কার্ডের সুবিধা পাবে বাংলার প্রতিটি মানুষ, এমন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই কাজ চলছে জোরকদমে। অন্যদিকে মমতা জামানায় কর্মসংস্থানের আশা ক্ষীণ হওয়া বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে ‘‌আর নয় অন্যায়, আর নয় বেকারত্ব’‌ কর্মসূচির সূচনা করল বঙ্গ বিজেপি। নির্বাচনে জয়লাভের পর আগামী ৫ বছরে বাংলার ৭৫ লক্ষ বেকার যুবক যুবতীকে কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ‘প্রতিশ্রুতি কার্ড’ বিলি করার ঘোষণা করল বিজেপি।

b vv nvkjnk

বাংলায় শিল্প হয়নি
বাংলায় মমতার জামানায় বেকারত্ব সমস্যাকে বড় করে দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আক্রমণ করে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় (mukul roy) বললেন, ‘বাংলায় বিগত কয়েক বছর ধরে শিল্প সম্মেলন হলেও বিনিয়োগ হয়নি। হওয়ার মধ্যে শুধু দেখা যাচ্ছে চপ শিল্প পরিণতি পেয়েছে। আর যেসব শিল্পগুলো ছিল, তা সবই সিন্ডিকেটরাজের চাপে পালিয়েছে’।

https://www.facebook.com/150106531736299/videos/724434688495135

বাংলায় বাড়ছে বেকারত্ব
শাসক দলের শাসন কালে বাংলায় বেকারত্ব বৃদ্ধিকে হাতিয়ার করে মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (soumitra khan) বলেন, ‘বাংলার ৭৫ লক্ষ বেকার যুবক যুবতীর কাছে আগামী ২ মাসের মধ্যেই পৌঁছে যাবে বিজেপির সদস্যরা। তাদের সকলের নাম ঠিকানা নথিভুক্ত করে রাখা হবে। বাংলায় বেকারত্বের সমস্যা দূর করতে একুশের নির্বাচনে জয়লাভ করেই, তাদের কর্মসংস্থান দেওয়া হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর