শেষ দু’দফায় বাজিমাত করতে বাংলার জন্য বড় ঘোষণা বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ৬ দফার ভোট সম্পন্ন হয়েছে, আর বাকি মাত্র দু’দফার ভোট। এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিনামূল্যে গোটা রাজ্যবাসীকে ৫ মে থেকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছিলেন। আর এবার বিজেপিও রাজ্যে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করল। বিজেপি অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করে এই ঘোষণা করা হয়েছে। তাঁরা লিখেছে, ‘রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেই সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে।”

রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচনের দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে, ১৮-র ঊর্ধ্বে সবাইকে ৫ মে থেকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবে রাজ্য সরকার।

এর আগে বিজেপি বিহার নির্বাচনে প্রচারের সময় বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিল। সেই সময় বিরোধী দলগুলো বিজেপির এই ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছিল এবং বলেছিল, এই ঘোষণা নির্বাচনী বিধি ভঙ্গ করছে। যদিও নির্বাচন কমিশন পরে জানিয়েছিল যে, বিহারে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা নির্বাচনী বিধি ভঙ্গ না।


Koushik Dutta

সম্পর্কিত খবর