ভাষণে দুর্নীতিকে আড়াল, বিধানসভায় রাজ্যপালকে ‘গো ব্যাক’ স্লোগান বিজেপির! তুঙ্গে তরজা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য বিধানসভায় রাজ্যপালকে (Governor) ঘিরে বিজেপি বিধায়কদের (BJP MLA) নজিরবিহীন বিক্ষোভ! অধিবেশনের শুরুতেই রাজ্যপালের ভাষণকে কেন্দ্র করে উত্তপ্ত বিধানসভা (West Bengal State Assembly) চত্বর। বুধবার থেকে শুরু হয়েছে বাংলায় বাজেট অধিবেশন। সেই মতো আজ বিধানসভায় আসেন বাংলার নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal State Assembly)। তবে তার বক্তব্য শুরু করতেই বিজেপি বাহিনীর বিক্ষোভে উত্তাল পরিস্থিতি।

রাজ্যপালের বক্তব্যে দুর্নীতিকে আড়াল করা হয়েছে, এই অভিযোগ তুলেই বিক্ষোভে সামিল বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে অধিবেশন কক্ষেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। শুধু তাই নয়, এরপর ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে বিধানসভা থেকে ওয়াক আউট করে বিজেপি বিধায়ক বাহিনী।

রাজ্যপাল তার এদিনের বাজেট ভাষণে রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে কথা বলতে শুরু করলেই তুমুল চিৎকার করতে শুরু করেন বিজেপি বিধায়করা। তবে সেই বিক্ষোভ চিৎকারের মধ্যেও নিজের পুরো বক্তব্যই পেশ করেন রাজ্যপাল। কিছুটা সময় এক সময় তুমুল বিক্ষোভ ও স্লোগানের জেরে রাজ্যপালের বক্তব্য ঠিক মত শোনা না গেলেও নিজের লিখিত বক্তব্য পুরোটা পাঠ করেনে তিনি।

অন্যদিকে, ক্রমাগত চোর ধরো জেল ভরো শ্লোগান তুলতে থাকেন বিজেপি বিধায়করা। প্রায় ২০ মিনিট ধরে বিধানসভার ভিতরে চলে বিক্ষোভ। এরপর বাইরে এসেও চলে বিক্ষোভ। এদিন রাজ্যপালের বক্তব্যের শুরু থেকেই বিক্ষোভ চলতে থাকলেও রাজ্যপাল ৯ নম্বর অনুচ্ছেদ পড়তেই বিক্ষোভ এবং স্লোগানের তীব্রতা বৃদ্ধি পায়। উল্লেখ্য ওই অনুচ্ছেদে লেখা ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের শান্তির আবহ বজায় থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ রয়েছে।

bjp mla protest

বিজেপি বিধায়কদের অভিযোগ, রাজ্যপাল নিজের বক্তব্যে রাজ্যের ‘পর্বতসমান দুর্নীতি’কে আড়াল করেছেন। শুধুমাত্র সরকারের গুণগান গাইছেন। শুধু তাই নয়, রাজ্যপালের ভাষণকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তারা বিধানসভার কক্ষত্যাগ করেন। রাজ্যপালের লিখিত বক্তব্যের প্রতিলিপিও ছিঁড়ে ফেলে দেন তারা। এই ঘটনার পর বিধানসভা ছেড়ে বেরোনোর সময় বিরোধী বিধায়কদের উদ্দেশে হাতজোড় করে প্রণাম করেন রাজ্যপাল। তবে তখনও শান্ত হননি বিজেপি বিধায়করা। রাজ্যপাল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার স্লোগান দেন তারা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর