বিজেপি বিধায়ক ভাঙলেন লকডাউনের নিয়ম:জন্মদিন উপলক্ষে বিতরণ করলেন সবজি

করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী ২১দিন পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। কিন্তু এবার জন্মদিন উপলক্ষে গত রবিবার বিজেপি বিধায়ক দাদারাও খাদ্যশস্য বিতরণ করেছেন।

নিয়ম ভেঙে খাদ্য বিতরণ করার কারণে আবার অনেকেরই মধ্যে করোনা সংক্রমণ হতেই পারে। এই দিন খাবার দেওয়ার জন্যে বিজেপির ওই বিধায়কের বাড়ির বাইরে প্রচুর লোক জড়ো হয়েছিল।ঘটনাটা ঘটেছে মহারাষ্ট্রে। আর তার মধ্যে মহারাষ্ট্রে সব থেকে বেশী সংক্রমনের খবর মিলেছে। মহারাষ্ট্রের ওয়ারধা জেলার বিজেপি বিধায়ক করোনার ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন নিয়ম লঙ্ঘন করেছেন।

IMG 20200406 WA0034 2

কমপক্ষে একশ লোক বিনা মূল্যে খাদ্যশস্য পেতে বিধায়কের বাড়ির বাইরে জড়ো হয়েছিল। এমনিতেই কদিন আগে নিজামুদ্দিন জমায়েত নিয়ে এখনো আতঙ্কে আছে প্রত্যেক ভারতবাসী। এই দিন এর পরে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কিন্তু এতো কিছুর পরেও বিধায়ক বলেন এটি তাঁর বিরুদ্ধে বিরোধী দলগুলির একটি রাজনৈতিক ষড়যন্ত্র ছিল।আর এরকম কোনো ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।

সম্পর্কিত খবর