‘এই পার্থ জেলে যা’, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরাল বিজেপি! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি কেলেঙ্কারিকে কেন্দ্র করে বিগত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য রাজনীতি। এসএসসিতে বেআইনি ভাবে নিয়োগের অভিযোগে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারীর মতন শাসকদলের একাধিক নেতা মন্ত্রীর। পরেশ অধিকারী এবং পার্থ চট্টোপাধ্যায়কে তলবও করেছে সিবিআই। বলাই বাহুল্য কেন্দ্রীয় তদন্তকারী দলের ম্যারাথন জেরায় সামনে এসেছে একাধিক বিষয়।

এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবিতে পথে নামল বিজেপি। সম্প্রতি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওটিতে বিজেপির নেতা কর্মীদের পার্থ চট্টোপাধ্যায়য়ের গ্রেপ্তারির দাবিতে মিছিল করতে দেখা যাচ্ছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রীতিমতো প্ল্যাকার্ড এবং পার্থ চট্টোপাধ্যায়ের একটি ম্যাসকট নিয়ে রাস্তায় মিছিল করছেন বিজেপির কর্মী সমর্থকরা। ম্যাসকটটির দুই হাত লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাকে রীতিমতো গলা ধাক্কা দিতে দিতে নিয়ে চলেছেন বিজেপি নেতারা। একই সঙ্গে স্লোগান উঠছে, ‘এই পার্থ জেলে যা, জেলে যা, জেলের ভাত খাবি যা।’ এই ভিডিওটি কবেকার বা কোথাকার তা অবশ্য জানা যায়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবিতে পথে নেমেছে বামেরাও। বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়েরই নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিম বিধানসভা এলাকায় মহামিছিল করে সিপিএম। মহামিছিলের নেতৃত্বে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। মিছিলটি বেহালার ১৪ নং বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে ডায়মন্ডহারবার রোডের উপর দিয়ে এসে শেষ হয় শীলপাড়া মোড়ে। মহামিছিলের স্লোগান ছিল ‘চোর ধরো, জেলে ভরো।’

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর