তুঙ্গে বঙ্গের রাজনীতি, এবার তৃণমূলের ফেল কার্ড প্রকাশ করে ফেলল বিজেপি

বাংলাহান্ট ডেস্কঃ একুশের নির্বাচনের আগেই রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল (All India Trinamool Congress)। সঙ্গে সঙ্গেই পাল্টা দিয়ে ফেল কার্ড বের করল বিজেপি (Bharatiya Janata Party)। নির্বাচনের পূর্বেই শাসক দল তাদের ১০ বছরের কাজ নিয়ে প্রকাশ করেছে তৃণমূলের রিপোর্ট কার্ড। কিন্তু সেই কার্ডের পাল্টা দিয়ে আবার বিজেপি প্রকাশ করল তৃণমূলের ফেল কার্ড। রাজনৈতিক তরজা তুঙ্গে।

তৃণমূলের ফেল কার্ড প্রকাশ করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) জানিয়েছেন, ‘তৃণমূল সরকার রাইট টু ডিসেন্ট বিশ্বাস করে না। হিন্দু মুসলিম, বাংলাভাষী-হিন্দিভাষী এসব করে উন্নয়ন থেকে সরে গিয়ে প্রাদেশিক হিংসার রাজনীতি শুরু করছে। ১৯৭২ সালের ঘটনা অনেক মানুষই জানেন। যে হিংসার রাজনীতির জন্ম দিয়েছিল কংগ্রেস, বাংলা এখন তা থেকে বেরিয়ে আসতে পারেনি। তৃণমূল সর্বগ্রাসী সরকার, দখলদারির রাজনীতি করে’।

vbv vbbcb

তিনি আরও বলেন, ‘বাংলায় চাষযোগ্য জমিই বেশি রয়েছে। তাই দেখবেন অধিগ্রহণ করতে গেলে, বেশিরভাগ চাষযোগ্য জমিই অধিগ্রহণ করতে হবে। কিন্তু আমরা বহু ফসলি জমি অধিগ্রহণের বিপক্ষে রয়েছি। আমরা জমি বাঁচানোর পক্ষে’। সেইসঙ্গে তিনি আরও বলেন, ‘৩২-এর মধ্যে ৩১ রয়েছে বাংলার স্টেট জিডিপি। এই তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে গেলে দেখবেন, প্রতিটি শিশুর মাথায় ৬৫০০০ টাকা ঋণের বোঝা রয়েছে’।

তৃণমূল সরকার ১০ টা বছর অপরচয় করেছে বলে কটাক্ষ করে শমীক ভট্টাচার্য বলেছেন, ‘আমরা তৃণমূল সরকারের বিগত ১০ বছরের ব্যর্থতার তালিকা করে একটি বুকলেটের মাধ্যমে বাংলার মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই। বামফ্রন্টের আমলে বিগত ৫০ বছর এবং তারপর তৃণমূলের ১০ বছর ধরলে সবটাই পরিস্কার বুঝতে পারবেন। গত ১০ বছর ধরে তৃণমূল কাজের যে ফিরিস্তি দিয়েছে, তা সত্যের থেকে অনেকটাই দূরে। প্রায় ১ শতাংশ কাজ হয়েছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর