শুভেন্দু অধিকারীর সুরক্ষা নিয়ে একশন মুডে কেন্দ্র, দেওয়া হবে বুলেটপ্রুফ গাড়ি ও জেড শ্রেণির নিরাপত্তা

বাংলাহান্ট ডেস্কঃ প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। কিছুদিন আগেই রাজ্য সরকারের দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা, এমনকি রাজ্য সরকাররে মন্ত্রীতে পদও ত্যাগ করেছেন। সেই নিয়ে কম জলঘোলা হয়নি বঙ্গ রাজনীতিতে। তবে এবার শোনা গেল এক কাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন শুভেন্দু অধিকারী।

কোনরকম নিরাপত্তা ছিল না শুভেন্দুর
রাজ্য সরকারের মন্ত্রী হওয়া হয়ে সত্ত্বেও, শেষ কয়েকদিন ধরে দলের সঙ্গে সেভাবে কোন যোগাযোগ ছিল না শুভেন্দু অধিকারীর। দলকে ছাড়াও বিভিন জায়গায় সভা সমাবেশ করতেন। তবে রাজ্য সরকারের দেওয়া জেড ক্যাটাগরির নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার পর থেকে, কোন নিরাপত্তাই ছিল না তাঁর। নিরাপত্তা ছাড়াই বিভিন্ন জায়গায় এমনকি কলকাতায়ও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

image 187

রাজ্যপালের দারস্থ হয়েছিলেন দাদার অনুগামীরা
কিছুদিন আগেই দাদার অনুগামীদের একাংশ শুভেন্দুর নিরাপত্তার প্রয়োজনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের দারস্থ হয়েছিলেন। এমনকি কাঁথিতে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেছিলেন, ‘শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে আমাদের কাছে খবর আছে। যতদ্রুত সম্ভব তাঁর নিরাপত্তার প্রয়োজন’।

কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন শুভেন্দু
সোমবার রাতের দিকে নয়া দিল্লীর স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে কয়েকদিনের মধ্যেই জেড শ্রেণীর নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এই ধরণের নিরাপত্তায় ২৪ ঘণ্টা ৩০ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন থাকবে শুভেন্দুর চারিদিকে। আবার শুভেন্দু যদি কোথাও যান, তাহলে ১০ জন কম্যান্ডো তাঁকে ঘিরে তাঁর সঙ্গে থাকবেন। পাশাপাশি নিরাপত্তার আয়ত্তায় তাঁকে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীর পাইলট কার।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর