২৯৪ টি আসনে ২৯৪ জন কেন্দ্রীয় নেতা, মমতার ক্ষমতা কাড়তে মেগা প্ল্যান অমিত শাহের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে (West Bengal) আর কয়েকমাস পরেই নির্বাচন। আর নির্বাচনে জয়লাভ করতে মরিয়া বিজেপি (Bharatiya Janata Party)। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) প্রচারে ঘনঘন রাজ্যে আসবেনই, তাছাড়াও রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। উনিও বছর প্রথম থেকে রাজ্যে আসার প্রস্তুতি নিচ্ছেন। এমনকি এও খবর পাওয়া যাচ্ছে যে, অমিত শাহ ফেব্রুয়ারি মাস থেকে প্রতিমাসে এক সপ্তাহের জন্য রাজ্যে আসবেন। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে, ২১-এ বাংলা দখলের জন্য পুরোপুরি ঝাঁপিয়ে পড়ছে বিজেপি।

এছাড়াও রাজ্যে হিন্দুত্বের ঝড় তুলতে ম্যারাথন র‍্যালি করার কথা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওনাকে স্টার প্রচারকের সূচীতে ফেলেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ বাড়াতে কোনও ত্রুটিই রাখতে চাইছে না বিজেপি। আরেকিদিকে, বিজেপির সুত্রের খবর অনুযায়ী, ২৯৪ টি আসনে প্রচারের জন্য ২৯৪ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সাতজন কেন্দ্রীয় নেতাকে প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। এদের প্রত্যেককে ছয়টি করে লোকসভা আসন ভাগ করে দেওয়া হয়েছে। এবার প্রতিটি বিধানসভার আসনের জন্য একটি করে নেতাকে প্রচারে নামাচ্ছে বিজেপি।

এছাড়াও মহিলাদের সংগঠন আরও মজবুত করতে এবং রাজ্যের মহিলা ভোট টানতেও বিশেষ প্ল্যান বানিয়েছে বিজেপি। কেন্দ্রের সমস্ত মহিলা নেত্রীদের রাজ্যের প্রচারে আনার কথা ভাবছে বিজেপি। বিশেষ করে স্মৃতি ইরানিকে রাজ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। বাংলা ভাষী স্মৃতি ইরানিকে দিয়ে রাজ্যে ম্যারাথন প্রচারের প্ল্যান বিজেপির। তাছাড়াও বিজেপি‌র সর্বভারতীয় মহিলা মোর্চার সভানেত্রী ভিনিতা শ্রীনিবাসন বাংলায় এসেছেন। উনি বাংলায় সংগঠনের কাজ খতিয়ে দেখছেন।

এছাড়াও একটি বিধানসভা কেন্দ্রে ৪৫ জন করে একটি প্রতিনিধি দল বানাচ্ছে বিজেপি। তাদের কাজ হল, ওই বিধানসভার সমস্ত খতিয়ান তুলে ধরা আর মানুষকে বিজেপির প্রতি ভরসা জাগানো। অমিত শাহ কিছুদিন আগেই রাজ্যে ২০০ টি আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন। এর আগে লোকসভা ভোটের সময় তিনি ২০ টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছিলেন, যার মধ্যে ১৮ টি আসন পেয়েছে বিজেপি। এবারও সেই লক্ষ্যেই নামছে তারা।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর