ISI এজেন্টকে ভারতে এনে আপ্যায়ন, হামিদ আনসারির ছবি ফাঁস! অভিযোগ অস্বীকার প্রাক্তন উপরাষ্ট্রপতির

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেস আমলে উপরাষ্ট্রপতি হামিদ আনসারির (Hamid Ansari) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলো বিজেপি (BJP)। রাষ্ট্রপতি থাকাকালীন তাঁর আমন্ত্রণে পাক গুপ্তচর ভারতে এসেছিল বলে অভিযোগ বিজেপির। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে। অবশ্য পাল্টা দিয়েছে কংগ্রেস-ও (Congress)।

সম্প্রতি, নুসরত মির্জা নামে এক পাক সাংবাদিক নিজে থেকেই আইএসআই-এর সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন আর সেই সূত্রে এবার কংগ্রেসের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিল বিজেপি। এদিন একটি ছবি প্রকাশ করে তারা, যেখানে পাক গুপ্তচর নুসরতের সঙ্গে তৎকালীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে এক মঞ্চে দেখা যাচ্ছে।

এদিন একটি ছবি প্রকাশ করেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া। তাঁর দাবি, “২০০৯ সালে সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে একই মঞ্চে দেখা গিয়েছিল হামিদ আনসারি এবং নুসরতকে।” এছাড়াও এদিন অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি মন্তব্য জারি করা হয়। চেয়ারম্যান আদিশ আগরওয়াল বলেন, “২০০৯ সালের সন্ত্রাসবাদ প্রসঙ্গে একটি সম্মেলনের আয়োজন করা হয়। জামা মসজিদ ইউনাইটেড ফোরাম দ্বারা সেই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তখনকার উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। তাঁর সঙ্গে দেখা যায় পাক গুপ্তচর নুসরত মির্জাকে।”

উল্লেখ্য, ২০০৯ সালে কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল। ফলে এক্ষেত্রে পাক গুপ্তচরের সঙ্গে কংগ্রেস-যোগের বিষয়টি সামনে আনে বিজেপি। তবে এই প্রসঙ্গে এদিন প্রাক্তন উপরাষ্ট্রপতি কার্যালয় থেকে জানানো হয়, “পাকিস্তানি সাংবাদিক নুসরত মির্জাকে চেনেন না হামিদ আনসারি। এমনকি ২০০৯-এর ওই সম্মেলনে তাকে আমাদের তরফ থেকে কোনরকম আমন্ত্রণ দেওয়া হয়নি।”

Hamid ansari

প্রসঙ্গত, সম্প্রতি নুসরত মির্জা কয়েকবার তার ভারত যাত্রা প্রসঙ্গে মন্তব্য করে। বিশেষজ্ঞদের মতে, নুসরত মির্জা ভারত বিদ্বেষী হিসেবে পরিচিত। এক্ষেত্রে ভারতের নিন্দা করা ছাড়াও ভারত সরকারের বিরুদ্ধে একাধিক সভার আয়োজন করে সে। তার দ্বারা সম্প্রতি আইএসআই-এর সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করা হয়। তবে এক্ষেত্রে পাক গুপ্তচরের সঙ্গে কংগ্রেসের আদৌ কোন যোগসূত্র রয়েছে কিনা, তা সময় বলবে। তবে এই সংক্রান্ত বিষয়ে বিজেপির দাবি এবং তার পাল্টা হিসেবে কংগ্রেসের মন্তব্য দেশ জুড়ে বিতর্কের সৃষ্টি করেছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর