বাংলা হান্ট ডেস্ক : শর্ত মেনে বিজেপির সঙ্গে জোট বেঁধেছিল শিবসেনা তাই তো নির্বাচনের ঠিক পরেই সুযোগের কোপ মারতে ছাড়েনি শিবসেনা৷ 50-50 অর্থাত্ বিজেপির তরফে আড়াই বছর এবার আড়াই বছর শিবসেনার তরফে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নির্বাচন করার দাবি ওঠে৷ যদিও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিজেপি প্রথম পর্বে রাজি হয়েছিল তাই নির্বাচনের পরে ইচ্ছা না থাকা সত্ত্বেও শর্ত অনুযায়ী সমঝোতায় আসতে হয়েছে বিজেপিকে৷ কিন্তু আসন রফা বর্তমান তাই যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদ কাকে দেওয়া যাবে? এই সমস্যার সমাধান না হয় ঠিক ততক্ষণ অনিল কাপুরকে মুখ্যমন্ত্রী পদে বসানোর দাবি তুলল ভক্তরা৷
রুপোলি পর্দায় মুখ্যমন্ত্রী হয়ে যে ভাবে অনিল কাপুর দর্শকদের মন জয় করেছিলেন ঠিক একই ভাবে বাস্তবে মুখ্যমন্ত্রী হলে খুব একটা খারাপ হবে না এমনটাই দাবি করেছেন অনেকেই৷ এমন কি এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং আদিত্য ঠাকরে কী বলছেন সে বিষয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ৷ তবে ভক্তদের এহেন দাবিকে মান্যতা দিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন অনিল কাপুর৷যেহেতু ভক্তদের দাবি ছিল একদিনের মুখ্যমন্ত্রী হিসেবে রুপোলি পর্দা কাঁপিয়েছেন তাই তিনি বলেন তিনি পর্দার মুখ্যমন্ত্রী হিসেবেই ঠিক৷
मैं nayak ही टीक हूँ 😎@vijaymau https://t.co/zs7OPYEvCP
— Anil Kapoor (@AnilKapoor) October 31, 2019
তবে শেষ অবধি কাকে মুখ্যমন্ত্রী করা হবে অস্থায়ী ভাবে তা নিয়ে কিন্তু জল্পনা অব্যাহত৷অন্যদিকে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে কার্যত বেকায়দায় পড়ে গিয়েছে বিজেপি৷কারণ শিবসেনার দাবি মতো যদি না কাউকে আড়াই বছরের আসনে বসতে দেওয়া হয় সে ক্ষেত্রে অন্য দলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মহারাষ্ট্রে শিবসেনা রাজত্ব করবে৷