ভুয়ো খবর ছড়ানো বন্ধ করে বিজেপি উচিত শ্রমিকদের টাকা দেওয়া:ডেরেক ও’ব্রায়েন

বাংলাহান্ট ডেস্কঃ চীন থেকে আগত মারণ ভাইরাস করোনা। যার জেরে সারা বিশ্ব তোলপাড়। আর এই ভাইরাসের সংক্রমণের জন্য দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের জন্য প্রায় সবই বন্ধ। খুব দরকার ছাড়া কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না। আর এই লকডাউনের জেরে বাইরে আটকে পড়েছিল পরিযায়ী শ্রমিকরা। তাদের দেশে ফেরানোর জন্য একটি বিশেষ ট্রেনে করে তাদের দেশে ফেরানো হয়েছে। শ্রমিকদের রেল ভাড়া দিতে হবে বলছে বিজেপি।পরিযায়ী শ্রমিকদের কেন রেল ভাড়া দিতে হবে, প্রশ্ন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েনের (Derek O’Brien)।

viewimage j

 

ডেরেক বলেন, ভিন্ন রাজ্যের শ্রমিক ও পরিযায়ী  শ্রমিকরা নিজেদের টিকিট নিজেরাই কেটেছে । যার দাম ৭১৫ টাকা। এই  টিকিট ছাড়াও যাদের বাসে আসতে  হয়েছে তাঁর দাম তাদের নিজেদের দিতে হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০০০ হাজার টাকা তাদের ব্যয় হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা না করে শ্রমিকদের ফিরিয়ে আনা হয়েছে। নিদিষ্ট পরিকল্পনা করে তাদের রাজ্যে ফিরিয়ে আনতে হবে। পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কেন্দ্রের ব্যবহার নিন্দনীয়।

lockdown 2222

লকডাউনের আগে দূরদর্শিতার অভাব ছিল। বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের চিঠি দেন মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রী অনান্য রাজেয়র মুখ্যমন্ত্রীদেরো চিঠি দেন। কয়েক ঘণ্টা সময় দেওয়ার পরই লকডাউন চাপিয়ে দেওয়া হয়। তাদের কাছে খাদ্য-জল কিছুই ছিল না। তাদের পাশে দাড়ায়নি কেন্দ্রীয় সরকার। কিন্তু বিদেশ থেকে প্রবাসীদের ফেরাচ্ছে বিমানে কেন্দ্রীয় সরকার। তাহলে পরিজায়ীদের জন্য কী করেছে সরকার? সুদীপ বন্দোপাধ্যায় বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়নি। খালি পায়ে ১০০ কিমি হাঁটছেন, মাথায় ছাতা নেই, শুকিয়ে আসছে ঠোঁট, হৃদয়ে জন্ম নিচ্ছে ক্ষোভ। ‘দেশের নায়ক’ পরিযায়ী শ্রমিকদের জন্য কী করছে কেন্দ্রের সরকার, প্রশ্ন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন।

সম্পর্কিত খবর