নদিয়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার আগেই ধুন্ধুমার, রাস্তা আটকে বিক্ষোভ বিজেপির

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে দিকে দিকে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তার পূর্ণ সুযোগ নিচ্ছে গেরুয়া শিবিরও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় দলেরই কর্মী-সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিল করল বিজেপি (BJP)।

বৃহস্পতিবার নদিয়ার রানাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক চলাকালীনই ‘প্রতিবাদ’ মিছিল বার করে গেরুয়া শিবির। তবে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের সভা থেকে অনেক আগেই ওই মিছিল আটকে দেয় পুলিস। এই বিষয়ে তৃণমূলকে কটাক্ষও করেছে বিজেপি। উল্টো দিকে মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীন বিজেপির এই কর্মসূচিকে ‘নাটক’ বলে তোপ দেগেছে তৃণমূলও।

বৃহস্পতিবার রানাঘাটের ছাতিমতলা মাঠে ছিল মমতার প্রশাসনিক বৈঠক। কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি তাদের দলের জনপ্রতিনিধিদের। এই অভিযোগে বৈঠক শুরুর কিছু ক্ষণের মধ্যেই ‘প্রতিবাদ’ মিছিল বের করে পদ্ম শিবির। ওই মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার। ছিলেন নদিয়ার কয়েক জন বিজেপি বিধায়কও। বিজেপি নেতা-কর্মীরা স্লোগানও দিতে শুরু করেন। তবে মমতার প্রশাসনিক বৈঠক সভার অনেক আগেই ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে আটকে দেওয়া হয় বিজেপি ওই মিছিলকে। রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় বলেন, ‘এই জেলার সাংসদ এবং বিধায়করা দেখতে পেলাম যে, জনপ্রতিনিধি হয়েও আমরা আমন্ত্রণ পাইনি। অথচ এটা সরকারি অনুষ্ঠান। এ জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। আমরা এই সরকারের কাছে অপমানিত। তাই এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে রাস্তায় নেমেছি।’

বিজেপির এই মিছিল নিয়ে সরব হয়েছে তৃণমূলও। নদিয়ার তৃণমূল নেতা কল্লোল খাঁ বলেন, ‘আমি বৈঠকে আছি। ওদের কর্মসূচির কথা শুনতে পাইনি। তবে যে বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির হয় সেখানে উন্নয়নে বাধাদানকারীদের কেন ডাকা হবে?’

X