বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জোট শিবসেনা ও বিজেপিরে জোট নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। এমনকি শিবসেনার তরফ থেকে বিজেপির সঙ্গে জোট বদ্ধ করার ব্যাপারে ঘোষনাও করা হয়েছিল। তবে বিজেপির সংঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সমস্যা দেখা গিয়েছিল সেনা ও বিজেপিরে তরফ থেকে। অক্টোবরেই বিানসভা নির্বাচন। কিন্তু তার আগে কয়েক সপ্তাহ ধরে বিজেপি ও শিবসেনা নিজেদের আসন ভাগাভাগি করতে সক্ষম হয়নি। আর এই নিয়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছিল দুই দলের মধ্যে।
অবশেষে কয়েক সপ্তাহ পর সেই জট কাটল। বিজেপি ও শিবসেনা ভাগাভাগি করে নিল তাঁদের আসন। আগে বেশি আসনে লড়তে চেয়েছিল বিজেপি। কিন্তু রাজী হয়নি শিবসেনা।তাই বিজেপির দাবিকে মান্যতা দিয়ে অবশেষে 288টি আসনের মধ্যে 144টি আসনে লড়াই করতে চলেছে বিজেপি। এবং 126টি আসনে লড়তে চলেছে শিবসেনা। বাকি 18টি আসন লড়বে অন্যান্য শরিকদল গুলি।
প্রথম দিকে বিজেপির সঙ্গে অর্ধেক আসনে লড়াই করতে চাইছিল শিবসেনা। কিন্তু শরদ পাওয়ার শিবসনায় নাম লেখানোর পর থেকে কিছুটা দমে গেল তারা। তাই এবার কোমর বেঁধে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করার সিদ্ধান্ত নিল শিবসেনা।
আসন সংখ্যা যখন ঠিক হয়েগিয়েছে তখন আর শুভ কাজে দেরি করতে চাইছে না শিবসেনা। উপমুখ্যমন্ত্রী পদে প্রার্থী দেবে শিবসেনা। তাই তো রবিবার নির্বাচনে প্রার্থীদের কথা ঘোষনা করবে শিবসেনা। যেহেতু অক্টোবরে নির্বাচন। তাই হাতে মাত্র কয়েকটা দিন। তার আগে ততপরতার সঙ্গে প্রার্থী দেওয়, নির্বাচনী প্রচার এসবের কাজ শেষ করতে চাইছে শিবসেনা ও বিজেপি।
যেহেতু সপ্তদশ লোকসভা নির্বাচনের ফল শিবসেনার খুব একটা ভালো হয়নি তাই এবার বিজেপির সঙ্গে জোট বেঁধে কংগ্রেস ও এনসিপিকে পিছনে ফেলতে মরিয়া শিবসেনা। কার্যত ওই দুই দলকে চাপে রাখতে চাইছে তাঁরা।