‘হিন্দুদের প্রতি এত ঘৃণা কেন?’ বিজেপির গঙ্গা আরতিতে পুলিসি সায় না মেলায় মমতাকে তোপ সুকান্তর

বাংলা হান্ট ডেস্কঃ এবার কী তবে গঙ্গা আরতি (Ganga Aarti) নিয়েও সংঘাতের আবহ? বর্তমান পরিস্থিতি কিন্তু অনেকটা সেই দিকেই ইঙ্গিত করছে। আজ মঙ্গলবার কলকাতার (Kolkata) বাবুঘাটে গঙ্গা পুজোর আয়োজন করেছে বঙ্গের বিজেপি (Bengal BJP) বাহিনী। সেই সিদ্ধান্তেই বদ্ধপরিকর গেরুয়া শিবির। কিন্তু কলকাতা পুলিশ তরফে এখনও মেলেনি সেই পরিকল্পনার অনুমতি। এই নিয়েই ক্রমশ্য উত্তাপ চড়ছে বঙ্গের মাটিতে।

প্রসঙ্গত, তৃণমূলের (Trinamool) ন্যায় গঙ্গা আরতির পরিকল্পনায় উদ্যোগী রাজ্য বিজেপি। এদিন বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতি করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। পুজোর পাশাপাশি সেখানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। কিন্তু এখনও কলকাতা পুলিশ তরফে সেই অনুষ্ঠানের অনুমতি না মেলায় টানাপোড়েনে বিজেপি নেতৃত্ব।

এরই মধ্যে অনুমতি না মেলাকে হাতিয়ার করে রাজ্য সরকারের উদ্দেশ্যে তোপ দেগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “গঙ্গা আরতি নিয়ে আপত্তির কারণ বিজেপির ভূত। বিজেপি আতঙ্কে ওরা ঘুমাতে পারছে না। যারা রাষ্ট্রবাদী, সনাতন সংস্কৃতির ধারক বাহক, তাদেরকে বাধা দেওয়াই এদের কাজ। পুলিশ বলে কিছু নেই।” পাশাপাশি তৃণমূলকে একহাত নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) লেখেন, “বিজেপির গঙ্গা আরতির অনুমতি দেয়নি পুলিশ। হিন্দুদের প্রতি এত ঘৃণা কেন?”

জানিয়ে রাখি , সোমবার কলকাতা পুলিশের তরফে বিবৃতিতে জারি করে বলা হয়েছে, গঙ্গাসাগর মেলার আবহে বাবুঘাট এলাকায় ইতিমধ্যে পুণ্যার্থীদের একটা বড় অংশ জড়ো হতে শুরু করেছেন। এদিন ভীড় আরও বাড়বে বলে আশঙ্কা করছে প্রশাসন। এর মাঝে বিজেপির এই অনুষ্ঠান আয়োজিত হলে যানজটের সমস্যায় পড়বে সকলে।

ganga arti

পাশাপাশি, নগরীতে শুরু হয়েছে জি-20 বৈঠক৷ তাই এই দু’টি অনুষ্ঠানের জন্য একেই পুলিশবাহিনীকে বাড়তি সুরক্ষার জন্য কাজে লাগানো হয়েছে ৷ তাই পুলিশ জানিয়েছে, গঙ্গাসাগর মেলা শেষ হলে বিজেপির গঙ্গাপুজো আয়োজনের অনুমতি চেয়ে ফের আবেদন করতে পারে৷ তবে এই সময় সেই অনুমতি দেওয়া সম্ভব নয়। পুলিশের এই রায়ের পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর