বাংলা হান্ট ডেস্কঃ অধিকারী পরিবারের সদস্যের বিরুদ্ধে দুর্নীতির (Corruption) অভিযোগ। দুর্নীতি মামলায় এবার গ্রেফতার হতে পারেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। আগেই তাঁর বিরুদ্ধে শ্মশান দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই মামলায় তদন্তের স্বার্থে তাঁকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয় বহুবার। তবে এবার হাইকোর্টের (High Court) নির্দেশ, তদন্তে ঠিকভাবে সহযোগিতা না করলে গ্রেফতার হতে পারেন সৌমেন্দু অধিকারী।
আদালতের নির্দেশের পরই চরম অস্বস্তিতে অধিকারী পরিবার। দু্র্নীতিকাণ্ডে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি (Contai) থানায় দায়ের হয় মামলা। সেই মামলা খারিজ করতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু। তবে তাঁর আবেদনে কার্যত জল ঢেলে এদিন হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের নির্দেশ দেন, এই মামলায় তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ এবং তদন্তে সহযোগিতা না করলে তাঁকে গ্রেফতারও করা যাবে।
রাঙামাটি শ্মশান দু্র্নীতিকাণ্ডে সৌমেন্দুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। এই মামলাই তুলে নেওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন সৌমেন্দু। তবে এদিন আদালত তরফে জানানো হল , এই মামলার তদন্তে সহযোগিতা না করলে লিখিতভাবে তাঁকে শোকজ করতে পারবে পুলিশ। কিন্তু, তাঁকে জিজ্ঞাসাবাদের সময় প্রমান হিসেবে ভিডিয়ো রেকর্ডিং করতে হবে পুলিশকে।
প্রসঙ্গত, কাঁথি পুরসভার পুরপ্রধান থাকাকালীনও বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। তবে এদিন আদালতের রায় যে কার্যতই বিপাকে ফেলল অধিকারী পরিবারকে, তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে বিরোধী দলনেতার ভাইকে নিয়ে আদালতের এহেন রায়ে স্বাভাবিকভাবেই রাজনীতির অন্দরে শুরু হয়েছে নানা গুঞ্জন।