বাংলায় স্টার প্রচারকদের তালিকা জারি করল বিজেপি, নেই তৃণমূল থেকে আসা কোনও নেতার নাম

বাংলা হান্ট ডেস্কঃ দেশের চারটি রাজ্য পশ্চিমবঙ্গ, কেরল, অসম, তামিলনড়ু এবং একটি কেন্দ্র শাসিত প্রদেশ পদুচেরিতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। রাজনৈতিক দল গুলোকে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুঁড়ি করে মানুষের মনে জায়গা করার নেওয়ার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য উঠেপড়ে লেগেছে বিজেপি। আরেকদিকে, শাসক দল তৃণমূল কংগ্রেসও নাছোড়বান্দা। ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়েছে তাঁরাও।

bjp tmc 1

আর এরমধ্যে বিজেপিরে তরফ থেকে বাংলায় স্টার প্রচারকদের সূচি জারি করা হয়েছে। সবথেকে অবাক করা বিষয় হল, বিজেপির এই স্টার প্রচারকদের মধ্যে তৃণমূল থেকে সদ্য বিজেপিতে আসা কোনও নেতার নাম নেই। তবে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীকে স্টার প্রচারকদের তালিকায় রাখা হয়েছে।

কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব দ্বারা তৈরি করা এই স্টার প্রচারকদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তীম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব কৈলাস বিজয়বর্গীয়র নাম আছে।

yogi mamata

আরেকদিকে, কেন্দ্র সরকারের তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রদর্শনের নেতৃত্ব করা সংযুক্ত কিষাণ মোর্চা মঙ্গলবার জানিয়েছে যে, তাঁরা পশ্চিমবঙ্গ আর অসমে একটি টিম পাঠাবে। ওই টিম এই দুটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ‘কৃষক-বিরোধী” বিজেপিকে ভোট না দেওয়ার আবেদন করবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর