বাংলা হান্ট ডেস্ক : লক্ষ্য একুশের বিধানসভা নির্বাচন আর তাই তো রাজ্য সরকার যেমন জনসংযোগ বাড়াতে দিদিকে বল কর্মসূচি চালু করেছে ঠিক সেই পথে হেঁটে নিজেদের সদস্য সংখ্যা বাড়াতে মোবাইল ফোনকে হাতিয়ার করেছে বিজেপি। কিন্তু বর্তমানে যে ভাবে নাগরিকত্ব আইন ও এনআরসি নিয়ে গোটা রাজ্যের পরিস্থিতি একেবারেই বিজেপি বিরোধী হয়েছে তাতেই তো সাধারণ মানুষকে বোঝানোর জন্য নাগরিকত্ব আইন সমর্থনে বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় সভা করছেন বিজেপি
কিন্তু এখানেই চুপচাপ বসে থাকতে রাজি নয় তাই তো ও নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন জানানোর জন্য মোবাইল ফোন থেকে মিসড কল দেওয়ার আবেদন জানাল বিজেপি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিজেপি ফেসবুক পেজে একটি নম্বর দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন জানাতে ওই নম্বরে একটি মিসড কল দেওয়ার আবেদন জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বরা।
ফেসবুক পেজে লেখা হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 কে সমর্থন জানানোর জন্য 8866288662 নম্বরে একটি মিসড কল দিন। আসলে যে ভাবে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন বিরোধিতা করতে তাতে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। তাই তো এবার যাতে নাগরিকত্ব আইনকে সমর্থন করতে পারে তার জন্য একটা মিসড কল দিলেই হবে এমনই পন্থা বেছে নিয়েছে বিজেপি।
এমনিতেই বিজেপির রাজ্য সভাপতি দলের সদস্য সংখ্যা বাড়াতে গিয়ে একটি নম্বর চালু করার কথা ঘোষণা করেছিলেন। আসলে লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপি যে ভাবে তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে তাতে কিছুটা হলেও চিন্তায় করেছিল শাসক দল কিন্তু বিধানসভা উপনির্বাচনে বিজেপির আত্মবিশ্বাস একেবারেই মাটি হয়েছে তা বলাই যায়।