VIRAL: ‘রগড়ে দেওয়ায় সোনা জিতলেন দিলীপ ঘোষ”, সোশ্যাল মিডিয়ায় চরমে রসিকতা

বাংলা হাট ডেস্কঃ নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) একটি মন্তব্য বেশ বিতর্ক সৃষ্টি করেছিল সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই অবশ্য দিলীপ ঘোষ মানেই বিতর্ক। কিন্তু নির্বাচনের আগে একটি গান ভাইরাল হয়, যেখানে কিছু শিল্পী বিজেপির বিরুদ্ধে তাদের মতামত তুলে ধরেছিলেন। তাদের উদ্দেশ্যেই দীলিপবাবু বলেন ‘‘আমি শিল্পীদের বলেছি, আপনারা গান গান, নাচুন। ওটা আপনাদের শোভা পায়। রাজনীতি করতে আসবেন না। ওটা আমাদের জন্য ছেড়ে দিন। নাহলে রগড়ে দেব। আর শিল্পীরা জানেন, আমি কীভাবে রগড়াই।’’ তার এই ‘নাহলে রগড়ে দেব’ সংলাপ রীতিমতো বিতর্ক সৃষ্টি করেছিল নাগরিক সমাজে।

এবার ফের একবার এই বাক্যবন্ধকে কেন্দ্র করে মিমের শিকার হলেন বিজেপির রাজ্য সভাপতি। অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়দের উৎসাহ দিতে কলকাতায় ম্যারাথন দৌড় আয়োজন করতে চেয়েছিল বিজেপি যুব মোর্চা। রবিবারের এই অনুষ্ঠানের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। যা নিয়ে এর মধ্যেই যথেষ্ট গরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

এরই মাঝে রীতিমত ভাইরাল হচ্ছে দীলিপবাবুর একটি ছবি। যেখানে দেখা যায়, অলিম্পিকের লোগো আঁকা একটি গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অনেকেই এখন এই ছবিটি পোস্ট করছেন। তারই একটির ক্যাপশনে লেখা ‘টোকিও অলিম্পিক্সে রগড়ে দেওয়ায় সোনা জিতে বাংলাকে গর্বিত করলেন দিলীপ ঘোষ।’ পাশে আবার রয়েছে বিজেপি যুব মোর্চার তৈরি পদকের ছবিও। এই ছবি এখন রীতিমতো রসিকতার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কেউ লিখছেন, ‘গরুর দুধ থেকে তৈরি সোনার পদক’। কেউ আবার লিখছেন ‘অলেম্পিকে কি লাঠি ঘোরানোর কোনো কম্পিটিশন হয়?’ সব মিলিয়ে ফের একবার ভাইরাল বিজেপির রাজ্য সভাপতি।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর