ভবানীপুরে মমতা ব্যানার্জি জিততেই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দাগলেন বড়সড় তোপ

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে মোট তিনটি কেন্দ্রে নির্বাচনী লড়াই চললেও আজ কার্যত গোটা পশ্চিমবঙ্গের ( West Bengal ) নজর ছিল ভবানীপুরের উপনির্বাচনের ফলাফলের দিকে। কারণ ভবানীপুরের হাতেই ছিল পশ্চিমবঙ্গের ভরকেন্দ্র নির্বাচনের ভার। এই আসনে জয়ী হয়ে ফের একবার মুখ্যমন্ত্রীর আসনে ফিরবেন কিনা মমতা ব্যানার্জি (Mamata Banerjee) সেদিকেই তাকিয়ে ছিল সকলে।

নন্দীগ্রামের মতো কোনও অঘটন এবার আর ঘটেনি। বরং সমস্ত রেকর্ড ভেঙে ভবানীপুর থেকে জয়ের হ্যাটট্রিক করেছেন মমতা। ব্যবধান ৫৮ হাজারেরও বেশি, যা বড় রেকর্ড তার রাজনৈতিক জীবনেও। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২৫ হাজার মতো ভোট। ফলাফল সামনে আসতেই এবার এ নিয়ে মুখ খুললেন বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

প্রথমেই মানুষের রায় মেনে নিয়ে দিদিকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি। তিনি বলেন, “প্রথমেই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু জয়লাভ করেছেন তাকে আমি অভিনন্দন জানাই। ভারতীয় জনতা পার্টি সব সময় মানুষের রায় মাথা পেতে নেয়, আগেও নিয়েছি। তবে কতখানি মানুষে রায় প্রতিভাত হয়েছে এই ফলাফলে তা তো প্রশ্ন থেকেই যায় কারণ মাত্র ৫৭ শতাংশ মানুষ ভোট দিতে এসেছিলেন। গণতন্ত্রের ক্ষেত্রে বিরাট অংশের একটা মানুষ ভোট দিতে বের হতে পারেননি বা আসেননি।”

mamata priyanka

একই সঙ্গে তৃণমূলের প্রতি তোপ দেগে তিনি বলেন, “কিন্তু এই পরিস্থিতিতে যেটা চেষ্টা করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে বিজেপিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন এই ভবানীপুর কেন্দ্র থেকে। কিন্তু আমরা সত্যিই আপ্লুত এত সংখ্যক মানুষ আমাদের ভোট দিয়েছেন। আমরা কৃতজ্ঞ এবং এই ভোট আমাদের অনুপ্রেরণা দিচ্ছে আগামী দিনের লড়াই করার জন্য।”

তিনি এও জানান আগামী দিনে যে চারটি কেন্দ্রীয় উপনির্বাচন আসছে সেখানেও ভালো ফল করবে বিজেপি। কারণ মানুষের এই রায় থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন তারা। অন্যদিকে আবার প্রিয়াঙ্কাও বলেন, ‘হয়তো ম্যাচ আমরা হেরে গেছি কিন্তু ম্যান অব দ্য ম্যাচ আমি।’

 


Abhirup Das

সম্পর্কিত খবর