মুসলিম হয়ে বিজেপিকে ভোট কেন? সংখ্যালঘু পরিবারকে মেরে হাসপাতালে পাঠাল তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ দ্বিতীয় দফার ভোট শেষ হয়ে গিয়েছে গতকালই, কিন্তু ভোটের পরেও অশান্তির শেষ হয়নি। এবার বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে এক মুসলিম পরিবারকে মেরে হাসপাতালে ভর্তি করানোর অভিযোগ উঠলো শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার মোল্লাখালি গ্রামের ভোট মিটতেই নতুন করে শুরু হল অশান্তি।

গতকাল মোটের উপরে শান্তিতেই কেটেছিল দক্ষিণ ২৪ পরগনায় নির্বাচন। কিন্তু ভোট মিটতেই নতুন করে শুরু হয় অশান্তি। মুসলিম হয়ে বিজেপি করা আর বিজেপিকে ভোট দেওয়া মাশুল গুনতে হল এক পরিবারকে। তাঁদের মেরেধরে হাসপাতালে পাঠাল শাসক দলের কর্মীরা। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন ওই পরিবার।

গোসাবার মোল্লাখালির বাসিন্দা আফতারুদ্দিন লস্কর প্রতিদিনের মতো শুক্রবার নিজের দোকান খুলতে গিয়েছিলেন। কিন্তু দোকান খোলার সময় শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা ওনাদের উপর চড়াও হয়। তাঁরা মুসলিম হয়ে কেন বিজেপিকে ভোট দিয়েছে, সেই কথা জিজ্ঞাসা করতে থাকে এবং আফতারুদ্দিনকে দোকান খুলতে বাধা দেয়। দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা সংঘর্ষের রূপ নিয়ে নেয়। ঘটনার খবর পেয়ে আফতারুদ্দিনের পরিবার ঘটনাস্থলে চলে আসে। এরপর আরও উত্তেজক পরিস্থিতি সৃষ্টি হয়।

image 2021 04 02 180610

তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ নিয়ে তাঁদের উপর আক্রমণ করে। আফতারুদ্দিনের বৃদ্ধ বাবা তাঁদের মারে মাটিতে লুঠিয়ে পড়ে। তৃণমূলের আঘাতে আহত হন আফতারুদ্দিনের মা। রক্তাত্ত্ব অবস্থায় আফতারুদ্দিন, তাঁর বাবা আবুল ফারাজ আর তাঁর মাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে পরিবার। কিন্তু তৃণমূলের তরফ থেকে এই ঘটনাকে নিছকই পারিবারিক বিবাদ বলে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর