বাংলা হান্ট ডেস্ক: পশ্চিম মেদিনপুরের পিংলায় ভয়ানকভাবে বিজেপি কর্মীকে খুন করার ঘটনায় চমকে উঠেছে সকলে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ১০ নম্বর জলচক অঞ্চলের নারাঙ্গাদিঘি গ্রামে ঘটেছে ঘটনাটি। জানা গেছে নিহত বিজেপি কর্মীর নাম পিন্টু মান্না।
শনিবার রাতে বাড়ির অদূরে তেঁতুল গাছে ভয়ানক পরিস্থিতিতে গলায় ফাঁস লাগানো, মুখে গামছে বাঁধা অবস্থায় উনিশ বছর বয়সী পিন্টু মান্নার ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। এই ঘটনায় কেঁপে ওঠেন সকলে, চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তৎক্ষণাৎ পিংলা থানায় খবর দিতে,পুলিস এসে উদ্ধার করে মৃতদেহ।
নিহত পিন্টুর বাবা অভিযোগ জানিয়েছেন তৃণমূল কর্মীরা খুন করেছে তাঁর ছেলেকে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অবিলম্বে অস্বীকার করা হয়েছে, পিংলা ব্লক তৃণমূল সভাপতি শেখ সাবেরতি দাবি করেছেন, ‘অযথা এই মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি, তৃণমূল কোনো ভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়।’
বিজেপি পশ্চিম মন্ডল সভাপতি প্রত্যূষ হোড়ও জানান এই ঘটনা তৃণমূলেরই ঘটানো, দোষীদের যাতে চরমতম শাস্তি হয় তারই দাবি জানিয়েছেন তিনি। পিংলা থানায় দায়ের করা খুনের অভিযোগের ভিত্তিতে মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ, এবার দেখার বিষয় আগামী দিনে এই ঘটনার জল কোন দিকে গড়ায়।