বিজেপি-র র‍্যালিতে দাঁড়িয়ে ছাত্রের দাবি, সে তার ভোট দেবে আম আদমি পার্টিকেই

দিল্লী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমআদমি পার্টি, বিজেপি এবং কংগ্রেস নিজেদের প্রচার চালাতে ব্যস্ত। শুধুমাত্র ক্যাম্পেইন অথবা রোড প্রচার নয় টিক টকের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও দিল্লী বিধানসভা নির্বাচনের প্রচার করা হচ্ছে। কিছু মানুষ বিজেপি এবং কংগ্রেসকে সাপোর্ট করার জন্য ভিডিও বানাচ্ছেন তো, অন্যদিকে কেউ কেউ আম আদমি পার্টির সমর্থনে ভিডিও তৈরি করছেন। তারই মধ্যে একটি টিকটক ভিডিও ইন্টারনেট দুনিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে, যাতে একটি ছাত্রকে দেখা যাচ্ছে বিজেপির সমর্থনে প্রচার করতে। কিন্তু তার বক্তব্য সে, অরবিন্দ কেজরিওয়ালের দল, আম আদমি পার্টিকেই ভোট দেবে। বর্তমানে টিকটক ইন্ডিয়ায় এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।

https://www.tiktok.com/@gudduansari_01/video/6787948821373537537

ভিডিওটিতে ওই ছাত্রটিকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি গায়ে লাগিয়ে বিজেপির একটি র‍্যালিতে পা মেলাতে। কিন্তু তার বক্তব্য,” ভাই আমি আম আদমি পার্টির সমর্থক, এখানে আমি ৩০০ টাকার বিনিময়ে কাজ করতে এসেছি। আমার ভোট আমি আম আদমি পার্টিকেই দেব। চিন্তা করার কোনো কারণ নেই।”

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি এই ভিডিওটি গুড্ডু আনসারী নামক এক টিকটক ব্যবহারকারী শেয়ার করেছিলেন, যা এখনো অবধি ৭ লক্ষেরও বেশি ব্যবহারকারী দেখেছেন। ওই ভিডিওটিতে রয়েছে ৮০ হাজারেরও বেশি লাইক এবং প্রায় ৫০০ টি কমেন্ট।

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে শনিবার ৮ ফেব্রুয়ারি ভোটগ্রহন হবে। ভোটাভুটির পর ১১ই ফেব্রুয়ারী ওই ভোটের রায় ঘোষণা হবে। দিল্লি বিধানসভায় রয়েছে ৭০ টি আসন যার মধ্যে ৫৮ টি আসন সাধারন শ্রেণীর জন্য এবং ১২টি আসন সংখ্যালঘুদের জন্য আরক্ষিত।


সম্পর্কিত খবর