মোদী ও যোগীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী আলকা লাম্বা, গ্রেফতারের দাবি তুললেন বিজেপি সমর্থকরা

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের জেরে দিল্লীর আপ পার্টির প্রাক্তন বিধায়ক আলকা লাম্বাকে (Alka Lamba) গ্রেপ্তারের দাবী উঠল। স্যোশাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ভিডিওর উপর ভিত্তি করে উঠল প্রতিবাদের ঝড়।

new 21

বিভিন্ন কুরুচিকর মন্তব্য
দিল্লীর চাঁদনী চকের আম আদমি পার্টির বিধায়ক হওয়ার আগে কংগ্রেসের নেতৃত্ব করে ফের আবারাও কংগ্রেস দলে যোগ দেন তিনি। আলকা লাম্বা ২০১৮ সালে ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে তিনি প্রধানমন্ত্রী মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের বিরুদ্ধে নানান কুরুচিকর মন্তব্য করতে থাকেন। তাঁদের নপুংসক বলে সম্বোধন করে, তাঁদের মুখে থুথু দেওয়ার কথাও বলেন। এমনকি তিনি অভিযোগ করেন, দেশের এই দুই মহান স্থানীয় নেতা নিজেদের ক্ষমতা বলে যা কিছু করছে এবং তাঁদের রাজত্বে মেয়ের সম্মানহানি হচ্ছে।

বাদ দেননি কাউকেই
এখানেই ক্ষান্ত হননি তিনি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি আরও অভিযোগ করেন, সিএম যোগী যদি বিবাহিত হতেন। তাহলে তিনি মহিলাদের সম্মান করতে জানতেন। এছাড়াও তিনি আরও একটি ট্যুইট লিঙ্ক শেয়ার করেন, যেখানে ২০১৯ সালে রাহুল গান্ধীর ‘রেপ ইন ইণ্ডিয়া’ আলোচনার জন্য কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানী জনসাধারণের কাছে ক্ষমাপ্রার্থী হতে বলেছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীকে অশ্লীল ভাষায় কটুক্তি করতে থাকেন।

উঠল গ্রেপ্তারের দাবী
এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন আপত্তিমূলক মন্তব্য করায় তিনি সংবাদের শিরোনামে উঠে এসেছেন। বর্তমানে তাঁর এই অশালীন মন্তব্যের ভিডিও স্যোশাল মিডিয়ায় আপলোড করার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারের দাবী উঠেতে থাকে।

Smita Hari

সম্পর্কিত খবর