‘মা কালীর অপমানকারী মহুয়া মৈত্রকে গ্রেফতার করতে হবে”, বউবাজার থানায় ধুন্ধুমার কাণ্ড বিজেপির

বাংলাহান্ট ডেস্ক : হিন্দু (Hindu) ভাবাবেগে আঘাত। কালী (Kali Controversy) সম্পর্কে বিতর্কিত মন্তব্যে করেছেন তিনি। আর সেই অরাধেই গ্রেফতার করতে হবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (TMC MLA Mahua Moitra) । বউবাজার থানায় (Bowbazar P.S.) আবারও বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চার কর্মী ও সমর্থকরা।

এর আগে, গত ৬ জুলাই মহুয়া মৈত্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবিতে বউবাজার থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এই নিয়ে অভিযোগ দায়ের করা হয় থানাতেও। বিজেপির দাবি, সেইসময় পুলিশেরর পক্ষ থেকে বলা হয় মহুয়া মৈত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই ঘটনার পর ১০ দিন পেরিয়ে গেছে। কিন্তু সমস্যার কোনও সুরাহা হয় নি। তাই আবারও বউবাজার থানায় বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার সমর্থকরা। তাদের দাবি গ্রেফতার করতেই হবে মহুয়া মৈত্রকে।

বিজেপির প্রতিবাদ মিছিলের নেতৃত্বে রয়েছেন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী ও বিজেপি নেতা কল্যাণ চৌবে। বিজেপি মহিলা মোর্চার সমর্থকরা আজ মহুয়া মৈত্রের কুশপুতুল পোড়ান। এর সঙ্গেই তারা দাবি করে যতক্ষণ না কৃষ্ণনগরের সাংসদকে গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত চলবে বিক্ষোভ। কিছু সমর্থক থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের নিয়ন্ত্রণে রাখতে থানা ঘিরে রাখে বিরাট পুলিস বাহিনী। ওই একই দাবি নিয়ে থানার আধিকারিকদের সঙ্গেও দেখা করেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও এফআইআর কপি দেওয়া হয়নি বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মা কালীকে নিয়ে মন্তব্যের জেরে, ৬ জুলাই বউবাজার থানায় অভিযোগ দায়ের করে বিজেপির মহিলা মোর্চা।

Sudipto

সম্পর্কিত খবর